...শীতের বিকেলে দেশে অবতরন...
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১১ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩১:১৮ সন্ধ্যা
ইস! আগামীকাল বিকেল তিনটায় দেশের ভূমিতে পদার্পন করবো।ভাবতেই শীতের আনন্দে লোমকূপ শিউরে উঠছে।
প্রায় সাত বছর পর দেশীয় শীতের সকাল দেখবো।দূব্বা ঘাসের ডগা থেকে শীতলতম ভোরের শিশির ছুঁয়ে দেখবো।আমগাছের পাতা চুইয়ে টিনের চালে শিশির ফোঁটার ছন্দগানের ঝংকার শুনবো।
মা ডাকবে কিন্তু ইচ্ছে করেই লেপ/কম্বলের নীচে ঘাপটি মেরে থাকবো।মা গরম গরম পিঠা বানাবে, সাথে ধনিয়া পাতার ভর্তা/শুটকির ভর্তা/সরিষার ভর্তা থাকবে।রান্না ঘরে বসেই সাবার করে দেবো গোটা কয়েক চিতল পিঠা।
প্রায় সাত বছর পর খেজুরের রস খাওয়ার সুযোগ পাবো। ইস! যদি ভেজাল মুক্ত রস পেতাম! পেট পুরে রস খেতাম। শীতের সকালে ঠান্ডা খেজুরের রস খেয়ে ঠকঠক করে কাঁপতেও মজা। বেশি পরিমান কাঁচা রস খেয়ে বদনা প্যারেড করা লাগলেও পিছ পা হবো না, ইচ্ছে মতো উদর পূর্তি করে খাবো।
সংগত কারনেই হয়তো ব্লগে বিচরন করতে সময় সমস্যা হতে পারে। তবে সুযোগ পেলে অবশ্যই ঢুঁ দেবো প্রিয় ব্লগে।
সবার কাছে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি।
বিষয়: বিবিধ
১৮২৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
bhalo bhabe asun dua Kori.
তবে সাবধান করে দিচ্ছি!
এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ থেকে লোকাল থানার চেীকিদার পর্যন্ত সবাই টাকা চাইবে!!!
মোবারক হো সফর!
মোবারক হো সফর!!
মোবারক হো সফর!!!
স্বপ্নময় সুখের আবেশে কাটুক পুর্ণ সময়-এই শুভ কামনা!!!
আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।
মন্তব্য করতে লগইন করুন