একই কাজ ভিন্ন চিন্তা
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ১৯ এপ্রিল, ২০১৬, ০২:৩৮:১৯ দুপুর
আল্লাহ সুবাহুনুতায়ালার সৃষ্টির মধ্যে সেরা বলা হয় মানুষকে। মহান রব অত্যন্ত সুনিপুন ভাবে মেধাভিত্তিক একটি প্রানের অস্তিত্ব দিয়েছেন মানব সম্প্রদায়কে।তবে ভিন্নতা রেখেছেন প্রতিটি মানুষের। এক জনের সাথে অন্যজনের চেহারা মিল নেই। স্বভাব/আচরন/চিন্তা/সক্ষমতা ইত্যাদিতে ভিন্নতা রেখেছেন।
আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবে শিরোনামে লিখেছি "একই কাজ ভিন্ন চিন্তা" উপরের সংযোজন করা ছবিটা পেয়েছি ফেইসবুক থেকে। এই ছবিটাই মাথার মধ্যে খুঁচাচ্ছে কিছু একটা লেখার জন্য।কিন্তু কি লিখবো ঠিক গুছাতে পারছিনা তাই কিছু গল্প করি -
১. ছাত্র-ছাত্রী পড়ানোর সময় অনেক অভিভাবকের তাদের সন্তাদের সাথে ভিন্ন ভিন্ন আচরন দেখার সুযোগ পেয়েছি। অভিভাবকের মূল টার্গেট তার সন্তান যেন একটু ভাল পড়াশোনা করে। তো এদের মধ্যে কেউ আছেন সন্তানকে ধমক-ভয়-রাগ দেখানোর মাধ্যেমে ভালো পড়তে বাধ্য করেন। আবার এমনও দেখেছি সন্তানের জন্য চা বানিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে একটু ভালো করে পড় বাবা। - এখানে মূল টার্গেট সন্তানকে দিয়ে ভাল পড়া আদায় করা কিন্তু আদায় করার চিন্তাটা ভিন্ন।
২. দুই বন্ধু একই গার্মেন্টেসে সুপারভাইজর পদে কাজ করে। একজনে রাগ-ধমকের মাধ্যেমে কাজ আদায় করে অন্যজনে উৎসাহ দিয়ে-ভালো ব্যাবহারে কাজ আদায় করে। উৎপাদিত পন্য তো ঠিকই হচ্ছে কিন্তু কর্মীরা একজনকে অপছন্দ করে আর একজনকে পছন্দ করে। - মূল টার্গেট পন্য উৎপাদন করা কিন্তু কাজ আদায়ের ধরনটা ভিন্ন।
৩. এক ক্লাসে শিক্ষক ছাত্র-ছাত্রীদের সামনে টেবিলের উপর একটি খালি গ্লাস রাখলেন।জিজ্ঞাস করলেন এটা কি? সবাই বলল এটা একটা খালি গ্লাস।এবার স্যার গ্লাসের অর্ধেক পর্যন্ত পানি ঢাললেন। এবার গ্লাসে দুধের অবস্থান জিজ্ঞাস করলেন। একজন বললেন, "গ্লাসের অর্ধেকটা খালি" আর একজন বললেন, "গ্লাসের অর্ধেকটা পানিতে পূর্ন" - এখানে দুইজনের উত্তরই সঠিক কিন্তু দৃষ্টিভঙ্গিটা ভিন্ন।
৪. আমাদের পরিবারগুলিতে বউ-শাশুড়ীর দন্দটা অনেকটা চিরন্তর সত্যর মতো (অনাকাঙ্খিত)। এখানে প্রায়ই দেখা যায় একই তরকরী বউ একরকমে রান্না করতে চায় আর শাশুড়ী অন্যভাবে। - অথচ, সাধে একটু ভিন্ন হলেও জিনিষ কিন্ত একই।মাঝ খানে খামোখা ঝগড়া।
পরিশেষে, একটু ভিন্ন আলোচনা দিয়ে শেষ করি। "দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে"। গত শতাব্দীর শীর্ষস্থানীয় দার্শনিক এবং মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস খুব সুন্দরভাবে বলেছেন, আমার প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো, দৃষ্টিভঙ্গি বদলে একজন মানুষ পারে তার জীবনকে বদলে ফেলতে।
কোন একটি বিষয়ে একে অপরের সাথে মতের ভিন্নতা থাকতেই পারে। একই কাজ একেক জন একেক ভাবে সম্পাদন করে। তাই আসুন ভিন্ন মতে তর্ক-ঝগড়া না করে পরমতসহিষ্ণুতার মানষিকতা নিয়ে ইতিবাচক দৃষ্টিতে জীবন গড়ি।
বিষয়: বিবিধ
১৭৬০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমন আছেন? আপনার নতুন সংসার জীবন ভালো যাচ্ছে তো!
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
পোস্ট সংক্রান্ত কমেন্ট পরে আসছে
আগের মতো নিয়মিত হয়তো হতে পারবো না তবে মাঝে মধ্যে উঁকি দেওয়ার চেষ্টা থাকবে।
কেমন আছেন ভাইয়া ?
মন্তব্য করতে লগইন করুন