ভালবাসা
লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ০৮ এপ্রিল, ২০১৫, ০৫:২৭:২১ বিকাল
তোমার ঠোঁটের চিনিগুরা হাসি
লাগে বড়ই ভালো,
তুমিই আমার মধু-ভালোবাসা
বেঁচে থাকার আলো।
.
তোমায় নিয়েই স্বপ্ন দেখি
ভবিষ্যতের পথ
তুমিই আমার দিবা-রাত্রি
হৃদপিন্ডের রথ।
.
রাজার যেমন রাজ্য থাকে
আমার আছ তুমি
তুমি ছাড়া আমার জীবন
ধূ ধূ মরুভূমি।
.
থাকবে যদি রাখবো তোমায়
জীবন সাথী করে
বুক পাজরে বাঁধবো তোমায়
ভালবাসা ভরে।
রচনা: ০৮/০৪/২০১৫
বিষয়: বিবিধ
১৬৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা ভাল লেগেছে ধন্যবাদ ভাইয়া ।
অনেক দিন ভালোবাসা নিয়ে আসলেন
অধিকাংশের অনুভূতি বিপরীতে নিজস্ব মত প্রকাশে বিরত রইলাম! কেননা সংখ্যা গরিষ্টের মতামতই গ্রহনযোগ্য!
মন্তব্য করতে লগইন করুন