ভালবাসা

লিখেছেন লিখেছেন প্রবাসী আশরাফ ০৮ এপ্রিল, ২০১৫, ০৫:২৭:২১ বিকাল

তোমার ঠোঁটের চিনিগুরা হাসি

লাগে বড়ই ভালো,

তুমিই আমার মধু-ভালোবাসা

বেঁচে থাকার আলো।

.

তোমায় নিয়েই স্বপ্ন দেখি

ভবিষ্যতের পথ

তুমিই আমার দিবা-রাত্রি

হৃদপিন্ডের রথ।

.

রাজার যেমন রাজ্য থাকে

আমার আছ তুমি

তুমি ছাড়া আমার জীবন

ধূ ধূ মরুভূমি।

.

থাকবে যদি রাখবো তোমায়

জীবন সাথী করে

বুক পাজরে বাঁধবো তোমায়

ভালবাসা ভরে।

রচনা: ০৮/০৪/২০১৫

বিষয়: বিবিধ

১৬৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313688
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১০
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া । কেমন আছেন ভাবী কেমন আছে ? আপনারা আর আগের মত ব্লগে আসেন না কেন ভাইয়া ।
কবিতা ভাল লেগেছে ধন্যবাদ ভাইয়া ।
313707
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck %%।
অনেক দিন ভালোবাসা নিয়ে আসলেন Good Luck Good Luck
313755
০৮ এপ্রিল ২০১৫ রাত ১০:০৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া! খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে!
313818
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১৩
কাহাফ লিখেছেন :
অধিকাংশের অনুভূতি বিপরীতে নিজস্ব মত প্রকাশে বিরত রইলাম! কেননা সংখ্যা গরিষ্টের মতামতই গ্রহনযোগ্য!
313841
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১০:১৪
নাছির আলী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ।
313857
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:১৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভালবাসার কবিতা সুন্দর হয়েছে । ধন্যবাদ আপনাকে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File