হে আল্লাহ পবিত্র হজ্জ্ব নিয়ে কটাক্ষকারীর শাস্তি দেখে মরতে চাই,আমিন।
লিখেছেন লিখেছেন সাদা মন ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৬:৪২ দুপুর
নিজের চোখে দেখলাম,কানে শুনলাম মূর্খের প্রলাপ।কি নিষ্ঠুর শব্দ ব্যবহার করে মুসলিমদের হৃদয় ক্ষতবিক্ষত করে দিল।কেন জানি মনটা খুব খারাপ লাগছে তাই কিছু লিখে মনটা শান্ত করতে চেষ্টা করছি।এই লোকটা মারা গেলে সময় নষ্ট করে জানাযা না করার ব্যবস্থা এবং কাফনের জন্য অর্থ নষ্ট না করে নিশাচর প্রানীদের খেতে দেওয়ার ফরিয়াদ করছি আল্লার কাছে।আল্লাহ তুমিই ইসলাম ও মুসলমানদের হেফাযতকারী।তুমিই ভাল জান অতীত, বর্তমান ও ভবিষ্যত।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন আমিন ছুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন........।
======================
এটা আবার কোন কুলাঙ্গার? কোন লতিফের বাচ্চারে?
বিদেশ এসে, হজ্বের নামে, তাবলীগের নামে, এসব কথা বলেরে !
বুকের ভিতর আঘাত দিলি, মুসলমানের বাচ্চা তুই !
হজ্বে যাবি না আবার নিউয়র্ক যাবি, বড্ড বড় পাঁজি তুই !
হজ্বে যাই, টাকা ঢালি বিনিময়ে কি পাই জানিস?!
ভাতৃত্ববোধ ত্যাগ ভালোবাসা! দুরে চলে যায় শয়তান ইবলিশ!
মাদ্রাসা মসজিদ বা রাজস্বখাতে টাকা দিলে তুই কি খুশি??আল্লাহ তায়ালা তার চেয়ে বেশি খুশি হয়! দেশের জন্য জীবন কুরবানী তাও তো ঐ হজ্বই শিখায়!!
তুই হজ্বে যাবি ক্যান, কৃপন রে তুই, হজ্বটা করে এসেই দেখ! জান্নাতী ফুল ফুটবে মনে, উঠবে হেসে বুঝবি তখন মনের আবেগ
আমরা তো অক্ষম হয়ে পড়ে আছি- তবে আল্লাহতায়ালা সাধারণতঃ এমন অপরাধের শাস্তি না দিয়ে কাউকে দুনিয়া থেকে তুলে নেন না
অপেক্ষা করি... ইনশাআল্লাহ
আমরাও তাই চাই।
মন্তব্য করতে লগইন করুন