.......সত্যের শক্তি.......

লিখেছেন লিখেছেন সাদা মন ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২২:১২ রাত

সত্যের পথে থাকবো মোরা,ভালবাসবো ন্যায়কে

অন্যায়কে প্রতিহত করবো,ছিনিয়ে আনবো বিজয়কে।

.

অসত্য আর মিথ্যার ক্ষয়,শুধু সময়ের ব্যাবধানে হয়

সত্যের শক্তি তেজস্বীময়,তার দিপ্তি ফুরাবার নয়।

.

সদা জাগ্রত কল্যানের দিশা,এটা মানবের অদম্য নেশা

সত্য সাধন ভালবাসা পূরন করতে পারে মানবের আশা।

.

ভয়কে যারা জয় করে,ইতিহাসে তাঁরা রয় বেঁচে

সংগ্রামহীন মানব জীবন মূল্যহীন এই ভবে।

.

অর্থ খোঁজো জীবনের,স্মরণ রেখে মরণের

মানব জীবন স্বার্থক হলে চরন হবে বরনের।

উৎসর্গঃপ্রিয় ব্লগার শ্রদ্ধেয় আফরোজা হাসান কে।

বিষয়: সাহিত্য

১৭৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File