মানুষের জয় ভালবাসার জয়
লিখেছেন লিখেছেন সাদা মন ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪৮:০১ দুপুর
মানুষ নিয়ে ভাবি আমি মানুষের জয় চাই
মানুষকে ভালবাসার চেয়ে মহৎ কিছুই নাই।।
.
জগৎ জুড়ে কত ধর্ম কত জাতি
জ্বালছে তারা ভালবাসা মানবতার বাতি।।
.
মানুষরূপী হায়েনাগুলো দিচ্ছে ধোকা প্রতি দিনই
ভুলে গেছে দেশ ও মানুষের কাছে তারা ঋণী।।
.
অল্প দিনের ছোট্ট ভবে মারছে মানুষ লোভে পড়ে
মানুষ দেহে পশু সেজে বিবেক বুদ্ধি সব ফেলেছে ঝেড়ে।।
.
মানুষে মানুষে হানাহানি এতো নতুন কিছু নয়
ভালবাসা মহানুভবতার কাছে এর হবেই পরাজয়।।
.
আত্মতৃপ্তি পেতে হলে ত্যাগ করো নিজ স্বার্থকে
জগতের মোহ ভূলে গ্রহন করো সত্য মানবতাকে।।
বিষয়: সাহিত্য
১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন