"শহীদ যারা হতে চাও শিবিরের মিছিলে যোগ দাও জান্নাত যারা পেতে চাও যুদ্ধাপরাধী ভন্ডদের জন্য জীবন দাও"

লিখেছেন লিখেছেন সাদা মন ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২০:০০ রাত

জামায়াত এর জন্ম কোথায়?জামায়াত নেতাদের অতীত কী?ছাএ শিবির তরুন সমাজ কেন সমর্থন করে?১৯৭১ সাল থেকে এ পর্যন্ত তারা বাংলাদেশকে ভালবাসতে পেরেছে কি ?কুরআন,হাদীস এর আলোকে তারা এ দেশ চালাবে ঐ সব নেতাদের নিয়ে এটা সাধারন মানুষ চায় কী? Thumbs Down Whew! #: এসকল প্রশ্নের উত্তর এ দেশের সচেতন মানুষ ভাল করে জানেন।এ কথা বাড়ালে শুধু সময় নষ্ট হবে।যুদ্ধাপরাধী,রাজাকারদের কথা এ দেশের কিছু মানুষ একেবারে ভুলে গেছে কারন তাদের কোন ক্ষত নাই থাকলেও শুকায় গেছে।সব মানুষ কিছু দিন নিরব ছিল এই ইস্যুতে এর অর্থ এই নয় সব মানুষ সব সময় নিরব থাকবে। শেখ মুজিব,তাজ উদ্দীন আহম্মে্‌দ,জিয়াউর রহমান এই দেশের মালিক নন।আমরা এ দেশে প্রবাসীও না ভাড়াও থাকি না আমরা এ দেশের নাগরিক। পারিবারিক সূএে যারা রাজনীতি করছেন তাদের জনগন ভোট দেন তাদের পূর্বেস্মরিদের ত্যাগের কথা চিন্তা করে।ভোট পাওয়াটা তাদের অধিকার না।মানুষের এই আবেগ দী্র্ঘ স্থায়ী হবে না। জনগনের কথা মাথায় রেখে পথ না চললে পরিবর্তন আসবেই।রাজাকারদের বিচার সময়ের দাবী এটা রুখতে যারা আসবে তাদের জায়গা হবে আস্তাকুড়েতে।মুক্তিযোদ্ধাদের বাংলায় যুদ্ধাপরাধীর ক্ষমা নাই।

বিষয়: বিবিধ

১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File