যে জাতির শিক্ষিত সন্তানদের বিবেক-বুদ্ধি বালিশের নিচে সীমাবদ্ধ,তাদের কাছ থেকে দেশ জাতি কি আশা করতে পারে?

লিখেছেন লিখেছেন সাদা মন ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩৪:৪২ দুপুর

নিজস্ব অভিজ্ঞতা:

নিজের জন্ম স্থান থেকে অনেক দিন যাবত দূরে থাকি।এলাকার মানুষ বর্তমান যুগেও অনেক পিছনে এ কারনে এলাকার মানুষের জন্য ভাল কিছুর উদ্যোগ নেওয়ার ইচ্ছা পোষন করছিলাম কয়েক বছর ধরে।যার ধারাবহিকতায় একটা সেবামূলক সংগঠন করব বলে ঠিক করলাম।সংগঠনের কাজ হবে "ছাএদের সাধারন জ্ঞান চর্চায় সহযোগিতা করা যেমন দৈনিক পএিকা,মাসিক পএিকা সহ বিভিন্ন বই সংগ্রহ করা।পাশাপাশি কম্পিউটার চালাতে পারদর্শী করা।অনলাইন বিশ্বকে সবার সাথে পরিচিত করা।যার যার সামর্থ্য অনুযায়ী সংগঠনের সদস্যদের সাহায্য করা।"

এই বিষয়টা আমি অনেক কলেজ স্টুডেন্ট এর সাথে শেয়ার করলাম,যাদের মধ্যে কিছু বিএ অনার্স ও ডিগ্রী স্টুডেন্ট ছিল।এদের বেশীর ভাগের দৃষ্টি ভঙ্গি এত নিচু ও আত্মকেন্দ্রীক তা বলে বুঝানো সম্ভব নয়।আমারা কি শিক্ষায় শিক্ষিত হচ্ছি এটা ভেবে বুকটা কষ্টে ভরে গেল।

কয়েক জনের মন্তব্য ছিল এমন,"এগুলো করলে মানুষ নতুন কোম্পানিতে কাজ করছি বলবে।" Chatterbox

কেউ বলছে,"এগুলো করার সময় নাই।" Give Upঅথচ বর্তমান পৃথিবী বা দেশের হালচাল বিষয়ে নূন্যতম ধারনা টুকুও তার নাই সে আবার একজন মেধাবী ডিগ্রী ছাএ। Bee Bee

সব শুনে এই সংগঠনে যোগ দেবে কি না তা ভেবে জানাবে আমাকে এটাও বলেছে।কার লাভ এখানে তা বুঝাতে আমি হয়তো ব্যর্থ। Call Me Call Me Call Me

এই হল শিক্ষিতদের মানসিকতা।এসকল ছাএদের চেয়ে কৃষকরাও দেশ এবং মানুষের অনেক বেশী উপকার করে আসছে। Star Star Star Star Star Star Star Star Star Star Star

বিষয়: বিবিধ

১৩৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File