এত বড় পালন শাক না দেখলে বিশ্বাস করতাম না।

লিখেছেন লিখেছেন সাদা মন ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৫৪:০১ সকাল

ইউপিবিনিউজ ২৪ ডটকম থেকে সংগৃহীত

তানজিরুল রহমান তন্ময়, গোপালগঞ্জ,ইউপিবি নিউজ ২৪ ডট কম।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার প্রাণকেন্দ্র রামদিয়া বাজারে আজ বুধবার বিকেলে আড়াই হাত মাপের একটি পালন শাক উঠেছে। যার ওজন ৫ কেজি এবং বাজার মূল্য হয়েছে মাত্র ১০ টাকা। পালন শাকটি দেখে বাজারের মানুষ হতবাক হয়ে গেছে। আগে কখনো এই রকমের পালন শাক কেউ দেখেনি। এই পালন শাকটি কিনেছেন রামদিয়া গ্রামের (অবHappy পুলিশ হাবিলদার হাফিজুর রহমান বিশ্বাস। তিনি বললেন আগে কখনো এই রকমের শাক আমি দেখিনি। মূলত বাড়ির অন্যান্য সদস্যদের দেখানোর জন্যই তিনি এই শাকটি কিনেছেন।

বিষয়: বিবিধ

১৬৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File