কল্পনার কবিতায় ভালবাসা
লিখেছেন লিখেছেন সাদা মন ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩৫:০৩ রাত
কল্পনার কবিতা মাঝে অজানা কত ছন্দ থাকে!
ছন্দগুলো ফিরে আসে নতুন নতুন বন্দনাতে।
.
হৃদয় নামের ছোট্ট ঘরে শত আশা লুকিয়ে থাকে।
ভালবাসা আলো জ্বেলে সেই ঘর সুখের করে।
.
বিশাল আকাশ বুকের মাঝে তাঁরাগুলো আগলে রাখে।
তার না বলা কষ্টগুলো শিশির হয়ে মাটিতে ঝরে।
.
আধাঁর রাতে জোনাকি আলো,কালো যেমন সরিয়ে দেয়।
ভালবাসার সুখের আভায় কষ্ট তেমনি হারিয়ে যায়।
বিষয়: সাহিত্য
১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন