জামাতিদের বলছি

লিখেছেন লিখেছেন জানজাবিল ব্লগিং ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৫৩:২৯ সকাল

জামায়াতি সমর্থকদের বলছি যে, আপনাদের যে সমস্ত নেতা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভুমিকা পালন করেছিল আপনারা তাদের ত্যাগ করুন। বিতর্কিত ব্যক্তিদের ত্যাগ করলে আপনাদের দলও বিতর্কমুক্ত হবে। ১৯৭১ সালে যদি মুক্তিযুদ্ধ হয়েছিল এ দেশে মনে করেন তাহলে দেশে বিদেশে মুক্তিযুদ্ধের যে দলিল পত্র রয়েছে সেখোনে আপনাদের বিতর্কিত নেতাদের নাম স্পষ্টাক্ষরে লেখা আছে। আপনারা অপরাধী নেতাদের ত্যাগ করে নতুন করে দল সাজান দেখবেন দেশের মানুষ আপনাদের অভিনন্দন জানাবে। গায়ের জোরে সব কিছু টিকিয়ে রাখা যায় না। কেউ কেউ বলেন শেখ মুজিবুর রহমান রাজাকারদের ক্ষমা করেছিলেন তাহলে এখন কেন তাদের বিচার হচ্ছে? এই কথা বলে কিন্তু অপরাধের স্বীকারোক্তী বেরিয়ে আসছে। আর শেখ মুজিবুর রহমান প্রকৃত খুনিদের ক্ষমা করেননি। সম্প্রতি শাহাবাগে যে আন্দোলণ শুরু হয়েছে ‌‌''টুডে ব্লগে'' সেটাকে কটাক্ষ করে নানাবিধ তথ্য পরিবেশিত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এই ব্লগকি নিরোপেক্ষ না জামাত সমর্থিত। যদি নিরপেক্ষ হয় তাহলে শাহাবাগের জনজোয়াকে কেন কটাক্ষ করা হচেছ। আর জামাত নেতাদের কেন নবী রাসুল এর সাথে তুলনা করে সংবাদ পরিবেশিত হচ্ছে। আশা করি টুডে ব্লগ নিরপেক্ষতা বজার রেখে তথ্যমুলক সংবাদ পরিবেশ করবে। ধন্যবাদ

বিষয়: রাজনীতি

১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File