নাস্তিক আর মুরতাদ ঘোষনাকারীরা কি ওহি প্রাপ্ত কি না?

লিখেছেন লিখেছেন জানজাবিল ব্লগিং ১৫ মার্চ, ২০১৩, ০১:০৩:০০ দুপুর

বেশ ক দিন জোরে শোরে নাস্তিক মুরতাদ শব্দটি শোনা যাচ্ছে। তথা কথিত হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন যাকে তাকে নাস্তিক হিসাবে আখ্যয়িত করছেন। প্রকৃত পক্ষে আল্লাহ হতে ওহি প্রাপ্ত না হলেতো এই ভাগাভাগি করার ক্ষমতা সাধারণ মানুষের থাকতে পারে না। কারন কে আস্তিক আর কে নাস্তিক সেটা স্বয়ং আল্লাহ জানের। মহানবী (সঃ) এইভাবে কাউকে কটাক্ষ করেছেন বলে জানা নেই।

প্রকৃত নাস্তিক তারাই যারা অপরকে না জেনে না বুঝে নাস্তিক মুরতাদ ঘোষনা করে। এদের হতে সাবধান থাকবে হবে তা না হলে প্রত্যেকের ঈমান নষ্ট হবে।

বিষয়: বিবিধ

১৬১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File