বিএনপির সুপার ফ্লপ হরতাল
লিখেছেন লিখেছেন জানজাবিল ব্লগিং ০৫ মার্চ, ২০১৩, ০৬:৪১:০৭ সন্ধ্যা
বহু ঢাকঢোল পিটিয়েছিল বিএনপি নেতারা দেশের জনগন ভেবেছিল আজকের হরতালে বিএনপির জামাতের চেয়ে বড় কিছু একটা করে দেখাবে। কিন্তু বিএনপি নেতারা যে কাজের চেয়ে কথায় বেশি পারদর্শী আরো একবার আজ প্রমাণ হয়ে গেল। বিএনপি নেতারা শুধু সাংবাদিক আর টিভি মিডিয়া পেলে তাদের বক্তব্য গর্জে ওঠে তার প্রমাণ আবারো দেখা গেল। গত দু দিন রিজভী সাহেব যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয়েছিল আজকে তিনি কিছু একটা করবেন কিন্তু নাহ! কিছু হল না। খালি চাপা বুলি। ফেসবুকে বর্তমানে কিছু চামচা জুটেছে বিএনপি নিয়ে গত ক দিন খুব প্রচার চালাচ্ছে হরতালের পক্ষে আজকে দুপুর পর আর তাদের ফেসবুকে দেখা যাচ্ছে না।
আজকের হরতালের বিএনপির ব্যর্থতা বলবনা এটা সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ ও ১৪ দলীয় জোটের রাজপথ দখল করায় মুলত বিএনপি কোথাও দাড়াতে পারেনি।
বিষয়: রাজনীতি
১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন