লংমার্চে বাধা দিলে সারা দেশে আগুন জ্বলবেঃ হেফাজতে ইসলাম

লিখেছেন লিখেছেন জানজাবিল ব্লগিং ০৪ এপ্রিল, ২০১৩, ১০:১৪:৩০ সকাল

গতকাল বিভিন্ন মিডিয়ায় দেখা গেল হেফাজত নেতাদের কিছু বক্তব্য যেখানে তারা বেশ গম্ভীর গলায় বললেন লংমার্চে বাধা দিলে সারা দেশে আগুন জ্বলবে। ইসলাম যদি শান্তির ধর্ম হয়। তাহলে তারা কি অন্ধ? দেশ ব্যাপী শিবির কর্মীরা কি করছে? সম্প্রতি ৩ জন পুলিশের ওপর যে নারকীয় হামলা হয়েছে। খালেদার গনহত্যার সংজ্ঞা তাতে ম্লান হয়েছে। হেফাজত ইসলাম কোন বিবৃতি দেয়নী সে বিষয়ে। হেফাজতের লংমার্চেও পুলিশ প্রহরা থাকবে তাহলে কেন পুলিশ হামলার শিকার হলে তাদের সহমর্মিতা জানানো হল না? হঠাৎ করে নতুন ইসলামী সংগঠনের আর্বিভাব হলে কোটি কোটি কোটি টাকার খরচ হবে লংমার্চে এই খরচ কোত্থেকে? এই টাকা ইসলামের পথে ব্যয় করেন? অসহায় মানুষের কল্যানে ব্যয় করেন। আর সারা দেশে আগুন দিবেন আমার জেলায় আইসেন। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। ক্ষমতার লোভ আমাদের নেই। হরতাল ভাংচুরে আমাদের সংসার চলে খুব খারাপভাবে। তাই আগুন আগে নিজের ঘরে দেন। আগুন নিয়ে খেলা করা ঠিক নয়।

বিষয়: বিবিধ

১৩২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File