একটা একটা জামাত ধর, ধইরা ধইরা জবাই কর”- এমন শ্লোগান কি গণতান্ত্রিক ও আইনের শাসনের নমুনা!!
লিখেছেন লিখেছেন সত্যবাক ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২৩:৩৫ রাত
“ধরো, মারো, জবাই করো, অমুককে নিষিদ্ধ করো, অমুক দলের নিবন্ধন বাতিল করো”-এসব শ্লোগান দিয়ে কারা বাংলাদেশে রাজনীতি করছে? নতুন প্রজন্মকে কারা এরূপ উগ্র শ্লোগানের দীা দিচ্ছে? সরকারী দল, কমিউনিষ্ট ও বাম দলগুলো এখন এসব শ্লোগানে মুখর। যারা মানুষ খুন করার মধ্যযুগীয় শ্লোগান দেয় তারা নিজেদেরকে আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে দাবী করে কীভাবে? অপরদিকে ইসলামী দলগুলোকে প্রতিপ ধর্মনিরপে ও বামপন্থি কমিউনিষ্টদের নিষিদ্ধ করার দাবী করতে দেখি না। তাদেরকে মদ-জুয়া বন্ধ করার দাবী করতে দেখি। তাহলে কারা আসলে গণতন্ত্র ও পরমত সহিঞ্চুতায় বিশ্বাসী? কারা গণতন্ত্রে নয় বরং গায়ের জোরে বিশ্বাসী? কারা উগ্র ও চরমপন্থী আর কারা শান্তিপ্রিয়? প্রতিপ দলের সমালোচনা করবে, ভোটে তাদেরকে পরাজিত করার চেষ্টা করবে কিন্তু নিষিদ্ধ করার চিন্তা করবে কেন? মিডিয়ার জোরে বাংলাদেশে এভাবেই সত্যকে মিথ্যা বানানো হয় আর মিথ্যাকে বানানো হয় সত্য। যারা প্রকৃত উগ্র ও চরমপন্থি তাদেরকে বানানো হয় উদার ও গণতন্ত্রী আর যারা শান্তিপ্রিয় ও পরমতসহিঞ্চু তাদরেকে বানানো হচ্ছে, উগ্র মৌলবাদী জঙ্গী! বাংলাদেশে মিডিয়ার এ অবিচার আর কতদিন চলবে?
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন