হেফাজতে ইসলামের লং মার্চের জন্য সরকারের শর্ত ! হেফাজতে নেতৃবৃন্দ সতর্ক থাকুন!

লিখেছেন লিখেছেন সত্যবাক ০২ এপ্রিল, ২০১৩, ০২:৫২:৩৩ দুপুর

দৈনিক যুগান্তরের আজকের (০২.০৪.২০১৩ইং) নিউজে বলা হয়েছে, সরকার কয়েকটি শর্তে হেফাজতে ইসলামের লং মার্চ করার অনুমতি দেবে। উল্লেখ্য, সরকারের শর্তগুলো হচ্ছে রাজনৈতিক। একদিকে হেফাজতে ইসলামের মত একটি অরাজনৈতিক সংগঠনের অরাজনৈতিক কর্মসূচীতে সরকার রাজনৈতিক শর্ত জুড়ে দিচ্ছে। অন্যদিকে শাহবাগী নাস্তিক ব্লাগারদের কর্মসূচীতে কোন শর্ত লাগে না। সরকারের বাধা দেয়া তো দূরের কথা বরং তিন স্তরের নিরাপত্তা দেওয়া হয়। কেন? আলেম ওলামা ও দেশের ইসলাম প্রিয় মানুষ কি এদেশের নাগরিক নয়? এতে সরকারের অবস্থান পরিষ্কার। সরকার তার যুদ্ধপারাধের বিচারের রাজনৈতিক এজেন্ডা এখন হেফাজতে ইসলামের মাধ্যমে বাস্তবায়নের পায়তারা করছে। সরকার এখন হেফাজতে ইসলামকে বিতর্কিত করতে চাচ্ছে। আসলে এটা নাস্তিকতাবিরোধী ইসলাম প্রিয় জনতার মধ্যে বিভক্তি সৃষ্টি করার নতুন ফাঁদ। নিশ্চয়ই হেফাজত নেতৃবৃন্দ সরকারের পাতানো ফাঁদে পা দিবেন না। ল কোটি ইসলাম প্রিয় মানুষের মনে ইসলাম রার যে আশার আলো জ্বলে উঠেছে, দল ও মত নির্বিশেষে ইসলামী জনতা ঈমানী শক্তিতে আজ যেভাবে বলিয়ান, কোরআন ও রাসুলের ইজ্জত রায় ঈমানী জজবা নিয়ে যেভাবে জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে সরকারের ফাঁদে পা দিয়ে তা যেন নিস্তেজ হয়ে না যায় সেজন্য হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে সদা সতর্ক থাকতে হবে। হেফাজতের অরাজনৈতিক কর্মসূচীতে রাজনৈতিক শর্ত হেফাজত নেতৃবৃন্দ নিশ্চয়ই মেনে নিবেন না। যেখানে শাহবাদী নাস্তিকদের কর্মসূচীতে কোন শর্ত দেওয়া হয় না সেখানে হেফাজতের অরাজনৈতিক কর্মসূচীতে নিরেট রাজনৈতিক শর্ত দেয়া অন্যায়। নিশ্চয়ই দূরদর্শী হেফাজত নেতৃবৃন্দ এ অন্যায় শর্ত প্রত্যাখ্যান করবেন এবং পূর্ব ঘোষিত ৬ই মার্চের লং মার্চ কর্মসূচীতে কোন হের ফের হবে না।

বিষয়: বিবিধ

১৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File