হেফাজতে ইসলামের দাবীতে নারী প্রসঙ্গ: মিডিয়ার অপপ্রচারের আরেকটি নমুনা

লিখেছেন লিখেছেন সত্যবাক ০৮ এপ্রিল, ২০১৩, ১০:৪২:০৬ রাত

হেফাজতে ইসলামের ১৩ দফার মধ্যে ৪নং দাবীটি নিম্নরূপ:

৪. ব্যক্তি স্বাধীনতা ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা,অনাচার,ব্যভিচার,প্রকাশ্য নারী পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্জলনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।

হেফাজতে ইসলামের দাবী মানলে মেয়েরা ঘরের বাইরে যেতে পারবে না, গার্মেন্টস এর মেয়েরা চাকুরী করতে পারবে না ইত্যাদি যা মিডিয়ায় বলা হচ্ছে তা এখানে কোথায়? এখানে একটি দাবীতে ‘কমা’ দিয়ে কয়েকটি বিষয় তুলে ধরে শেষে এ ধরনের সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করার দাবী জানানো হয়েছে। অর্থাৎ তরুণ প্রজন্মের নামে সম্প্রতি শাহবাগে নারী-পুরুষের এক সাথে অবস্থান ও বসবাস, রাত্রিযাপনসহ পরিবার ব্যবস্থা বিধ্বংসী পশ্চিমা ধাচের ফ্রী মিক্সিং ও লিভিং টুগেদার সংস্কৃতি আমদানীর যে তোরজোর শুরু হয়েছে তা বন্ধ করার দাবী জানানো হয়েছে। এটা স্পষ্ট যে, ৪ নং দাবীটি হচ্ছে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধের দাবী। এখানে নারীদের ঘরের বাইরে যেতে না দেয়া, চাকুরী করতে না দেয়া, জীবিকার প্রয়োজনে কাজ-কর্ম করতে না দেয়ার কোন কিছুই নেই। অথচ এটা বলেই ইসলাম ও মহানবী সা. এর স¤্§ান রার আন্দোলন সম্পর্কে নারীসমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ মহান স্বাধীনতা ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর পর এবার তারা নারীসমাজ ও ইসলামকে মুৃেখামুখী দাঁড় করাতে চাচ্ছে। এ অপচেষ্টাও শেষ পর্যন্ত ব্যর্থ হবে। কারণ বাংলাদেশের নারীরা পুরুষদের চেয়ে বেশি ধর্মপ্রাণ। গুটিকয়েক শহুরে অভিজাত ও ধনিক শ্রেণীর নারী বাংলাদেশের ধর্মপ্রাণ বিশাল নারীগোষ্ঠির প্রতিনিধিত্ব করে না। মিডিয়াকে বলতে চাই, মনে রাখবেন, এ অপপ্রচারই একদিন মানুষকে প্রকৃত সত্য জানতে অনুঘটকের ভুমিকা পালন করবে এবং ইসলামের ব্যাপারে সকল ভুল ধারণা দূর করতে সহায়ক হবে ।

বিষয়: বিবিধ

১৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File