আসলে ওরা ইসলামকে নির্মুল করার জন্য ৭১-এর আবেগকে ব্যবহার করছে
লিখেছেন লিখেছেন সত্যবাক ০৫ এপ্রিল, ২০১৩, ০৩:৩১:০৬ দুপুর
কেউ ইসলামের প নিলে ওরা তাকে রাজাকার বলে। আসলে ওরা ইসলামকে নির্মুল করার জন্য৭১-এর আবেগকে ব্যবহার করছে। টিভির খবরে বা অনুষ্ঠানে একটি কমন চিত্র দেখা যায়, প্রথমে ৭১-সালের হানাদার বাহিনীর নির্বিচারে গুলি বর্ষণ, এরপর বীভৎস লাসের স্তুপ। এরপরই দেশের ইসলামপন্থি দাড়ি টুপি ওয়ালা ব্যক্তিদের ছবি। দর্শকদের মনে হবে এই লোকগুলোই এ হত্যা কান্ড ঘটিয়েছে। সব ঘৃণা ও ােভ যেয়ে পড়ে এদের উপর। অথচ পাকিস্তানী হানাদার বাহিনীর জেনারেলদের ছবি দেখায় না যারা প্রকৃত অপরাধী। এভাবে ৭১-এর প্রকৃত অপরাধীদের আড়াল করে ওরা এ দেশে যারা ইসলামের কথা বলে তাদেরকে নতুন প্রজন্মের কাছে ৭১-এর মূল অপরাধী হিসেবে চিহ্নিত করার অপপ্রায়াস চালিয়ে আসছে। ওরাও জানে সাঈদী ৭১ এ অপরাধের সাথে জড়িত ছিল না কিন্তু সাঈদী যেহেতু বাংলাদেশের ইসলামের আইকন, তাই তাকে ফাঁসি দিলে সাধারণ মানুষ বিশেষকরে নতুন প্রজন্ম আলেমদেরকে শ্রদ্ধা করবে না বরং ঘৃণা করবে। এ কাজটি করার জন্য ওরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেম ও কুরআনের তাফসিকারককে বেছে নিয়েছে। এই হচ্ছে স্বাধীনতার ৪২ বছর পর যুদ্ধাপরাধের বিচারের আয়োজনের আসল এজেন্ডা। দেখুন, এবার তারা কংগ্রেসপন্থি আলেম মাওলানা হোসাইন আহমাদ মাদানীর একনিষ্ঠ ছাত্র আল্লামা আহমাদ শফীকেও রাজাকার বলতে চাচ্ছে!
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন