ভুলে যাবার নয় ???

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৮ এপ্রিল, ২০১৩, ১০:১০:১২ রাত



বাংলাদেশের অন্যতম ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি দেলোয়ার হোসাইন সাইদিকে গত ৩১ তারিখ গ্রেপ্তার করা হয় ।।

বর্তমানে তিনি ১৪ দিনের রিমান্ডে আছেন ।।

লং মার্চে সহ অন্যান্য ইস্যুতে শিবির সভাপতির গ্রেপ্তারের বিষয়টি অনেকটাই চাপা পড়ে যায়।।

এর কারনে আমার মনে হয়, ইসলামি আন্দোলনের কর্মীরা বিষয়টি প্রায় ভুলতে বসেছেন ।।

কিছু জায়গায় দেখলাম তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে ।। এ জন্য তার পরিবার আজ সংবাদ সম্মেলনও করেছে ।।

সংবাদ সম্মেলনে শিবির সভাপতির মাতা বলেন, আমার ছেলে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, নিয়মিত কুরআন ও হাদিস অধ্যয়ন করতো।

নামাজ পড়া কুরআন-হাদিস পড়া কি অপরাধ???

তিনি আরো বলেন, গ্রেফতার করার পর ২০ দিনের রিমান্ড চাইলে আদালত তার ১৪ দিন রিমান্ড মঞ্জুর করে। গত ১৬ মার্চ মোস্তফা কামালসহ দশ আসামিকে একই ধরনের পৃথক দুটি মামলায় পুলিশ সাত দিন করে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এবং একইসাথে রিমান্ড শেষ করার আদেশ দেয়। কিন্তু আমার ছেলের বেলায় সম্পূর্ণ বিপরীত হলো কেন?

কিন্তু আমরা ইসলামি আন্দোলনের কর্মী হয়ে কি করছি ???

এই ইস্যুতে আমরা যদি রাজপথে নামতে না পারি ।।

কিন্তু ফেসবুক সহ বিভিন্ন মাধ্যম গুলোতে তার নির্যাতনের বিষয়টি শেয়ার করে অন্যদের জানাতে পারি ।।

হেফাজতে ইসলামের বিষয়টি গুরুত্বপুর্ন কিন্তু বর্তমানে... আমি মনে করছি, আমাদের

''কেন্দ্রিয় সভাপতিকে কেন রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে''??

সে বিষয়টি আরও বেশি গুরুত্বপুর্ন ।।

আল্লাহ তাকে হেফাজত করুন ।। আমিন ।।

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File