পুলিশ কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ??

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৪২:৩৫ রাত



আজ মনে পড়ছে, আমার বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। দুপুরের কিছু আগে হঠাৎ-ই ডরমেটরির মাইকে কিছু ছাত্রদের নাম ঘোষণা করে মেইন গেটে যেতে বলা হলো।

আমি একটু অবাকই হলাম। সাধারণত এভাবে মেইন গেটে যেতে বলা হয়না।

তার কিছুক্ষন পরে আমাদের পাশের রুমের এক বড় ভাইকে দেখলাম দ্রুত মেইন গেটের দিকে যেতে, যা দেখে আমার কৌতুহলটা একটুখানি বেড়ে গেল।

কিছুক্ষন পরে ডরমেটরির কিছু ছাত্রদের মুখে শুনলাম, যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা বাইরের কিছু ছেলেদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিল। সেই ছেলেদের অভিযোগের ভিত্তিতেই তাদের ডেকে পাঠানো হয়েছে।

তারপরে শুনলাম পুলিশও নাকি এসেছে।

পুলিশ মেইন গেটে ??

একটু আশ্চর্যই হলাম !!

এক ভাইকে জিজ্ঞাসা করতে ওনি জানালেনঃ যতবড়ই ঘটনা ঘটুক না কেন বিশ্ববিদ্যালয়ের উপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত পুলিশের মেইন গেট পেরিয়ে এক পা-ও ভেতরে ঢুকার কোন সুযোগ নেই।

আইন যেমন এবং সেই আইনের কার্যকরিতা দেখে এক কথায় আমি অভিভুতই হলাম।

মুল বিষয়ে যেতে চাই ...

আজ বিকেলে ফেইসবুকে ঢুকতেই নিউজ ফিডে দেখলাম ঢাকার উত্তরার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে রিফাত আব্দুল্লাহ খান নামের এক পরীক্ষার্থীকে আটক করেছে আমার দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দেখে তখন অবাক হলাম যখন দেখলাম, পরীক্ষা শেষ হওয়ার আগেই পরীক্ষা চলমান অবস্থায় কেন্দ্র থেকে তাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ কেমন আচরণ ??

একজন ছাত্র পরীক্ষা কেন্দ্র থেকে কিভাবে আটক হতে পারে??

এটা কি আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অপমানের শামিল নয় ??

তার অপরাধ সে নাকি ঢাকা জামায়াতে ইসলামীর এক নেতার ছেলে। সে যদি অপরাধ করে থাকে তবে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হতেই পারে।

কিন্তু আমি মানতে পারিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে ঢুকে কিভাবে পরীক্ষারত অবস্থায় একটা ছাত্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হতে পারে ??

সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের প্রতি আমার আবেদন, এভাবে আমাদের বিদ্যালয়গুলোকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন না...

বিষয়: বিবিধ

১৫৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305373
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফ্যাসিস্ট শাসক রা সবসময় শিক্ষা প্রতিষ্ঠান কেই নিজেদের বড় শত্রু মনে করে। শাহ এর আমলে ইরানে "গার্ডে দানেশগাহ" নামে বিশেষ পুলিশ তৈরি করা হয়েছিল যারা শুধু শিক্ষা প্রতিষ্ঠান এর অভিজান চালাত। বাংলাদেশ ততটুক ভদ্রতাও করেনা।
305387
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ মে ২০১৫ রাত ১০:২৭
259176
দিগন্তে হাওয়া লিখেছেন : Good Luck Good Luck
305408
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৫৭
শেখের পোলা লিখেছেন : জুতা পায়ে মসজিদে ঢুঁকে নামাজের কাতার থেকে মানুষ ধরতেও দেখা গেছে৷ এরা আওয়ামী পুলিশ৷ সব পারে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File