''সালাম অর্থ শান্তি'' কিন্তু কে জানতো, সালাম নিয়ে স্টাটাসই তানজিলকে কারাগারে নিয়ে যাবে !!

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৩০:৪৪ রাত



ছবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তানজিলুর রহমান লাবিব(২১) যিনি (বুয়েটের) মেটেরিয়াল মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

গত রোববার বেলা ১২টা, লাবিব অন্যদিনের মতই বুয়েট ক্যাম্পাসে এসেছেন। হঠাৎ ছাত্রলীগ কর্মীরা তাকে আটক করে, তারপরে চলে নির্যাতন। নির্যাতনে লাবিবের বুক, মুখ, মাথাসহ বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়।

পরবর্তীতে তাকে ভিসি খালেদা একরামের রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর শাহবাগ থানা পুলিশকে ডেকে নিয়ে তাদের হাতে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মেধাবী এই ছাত্রটিকে নির্যাতন এবং গ্রেপ্তারের কারন কি তা জানেন?

শুধুমাত্র ফেসবুকে সালাম নিয়ে একটি স্ট্যাটাস !!

অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্য !!

আসুন সেই স্টাটাসটি পড়া যাক যার কারনে ভাইটিকে জালিমের কারাগারে যেতে হয়েছে।

নিম্নে তা হুবুহু তুলে ধরা হলোঃ

''গত দিন আমি এক জুনিয়র ছেলেকে সালাম দিলাম। সে কুকড়ে গেল ভয়ে। লাফ দিয়ে একটু দূরে সরে কাচু মাচু ভংগীতে বলল, "ভাইয়া আমি তো ১৩ ব্যাচ!"

বুয়েটের অধিকাংশ পোলাপানই লেখাটা পড়লে কষ্ট পাবে। শুরুতেই বলে নেয়া ভালো, কাউকে কষ্ট দেয়ার জন্য না, কোন ব্যাচকে ছোট করার জন্যও না, আন্তরিকভাবে সংশোধনের জন্যই লেখা।

১-২ তে ইংলিশ নামক পেইনফুল একটা কোর্স ছিল।এই কোর্সের কোন কিছু ধরে না রাখতে পারলেও অন্তত একটা জিনিস মনে আছে, ম্যাম একটা প্যাসেজে পড়িয়েছিলেন, সবাই মিলে সঠিক মনে করে একটা ভুল কাজ করলে বা ফোর্স করলে তাকে social tyranny বলে।

আজও শুনি এক ছেলে তার জুনিয়রকে বলতেছে, "সিনিয়রদের দেখলে সালাম দিস না কেন?"

সালাম শব্দের অর্থ শান্তি, এটা সম্ভবত ইসলাম শিক্ষা বই এর কল্যানে সবারই জানা থাকার কথা। সালাম বশ্যতা বা অনুগত থাকার কোন স্বীকৃতি না!

আমরা মনে করতেছি, আমি যেহেতু সিনিয়র, আমাকেই সবাই সালাম দেবে। এ ধরনের চিন্তাতেই অহংকার প্রকাশ পাচ্ছে।

রসুল(স) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এমনকি খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট ও তার শ্রেষ্ঠ একশ জন মনিষীর বই এ তাকে (স) প্রথমেই রেখেছেন। সেই মানুষটিকে কেউ কখনো আগে সালাম দিতে পারতো না। তার অনুসারী হয়েও আমরা কিভাবে নিজেরা সালাম চাচ্ছি নির্লজ্জের মত! সম্মান পেতে হলে মানুষকে সম্মান করতে হয়।

এই ব্যাপার নিয়ে লেখাটা হয়তো খুব সিলি দেখাচ্ছে, কিন্তু সালামের মত সুন্দর একটা কালচার আমরা কলুষিত করে ফেলছি বলেই লেখা।

আমরা যদি আমাদের আচরন দিয়ে কাউকে ভুল মেসেজ দেই এই জন্য নিশ্চয়ই আমরা দায়ী থাকব, এবং শুধু নিজের জুনিয়র ব্যাচ নয়, তাদের কাছ থেকে আরও যত জন এই ভুল শিখবে আমার দায় বাড়তেই থাকবে।

রাসুল(স) এর হাদীস, যে ব্যাক্তি কোন মন্দ কাজের প্রচলন করল সে এর গুনাহ পেতেই থাকবে, যদিও গুনাহকারীর গুনাহ কিছু অংশ কমবে না।

সময় পেরিয়ে যাচ্ছে এই social tyrrany থেকে বেরিয়ে আসার। যে আগে সালাম দেবে সেই বেশি মর্যাদার অধিকারী। ''

ফেসবুকে ভাইটির সে স্টাটাস লিঙ্কঃ

https://www.facebook.com/ajob2manush/posts/649122098520289



এইতো আমার দেশের সোনার ছেলেদের কাজ !!

সবশেষে ভাইটির জন্য দোয়া এবং মুক্তি কামনা করছি। তার সাথে বিষয়টি যদি আপনাদের মনে নাড়া দিয়ে থাকে তবে এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার সহ ইত্যাদি জায়গায় আপনার অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করছি...

বিষয়: বিবিধ

৩৩৪৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267631
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৭
চেয়ারম্যান লিখেছেন : আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক।
তানজিল ভাইয়ের অবিলম্বে মুক্তি চাই
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫১
211408
দিগন্তে হাওয়া লিখেছেন : সহমত Good Luck
267632
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২০
ইমরান ভাই লিখেছেন : যে সর্ব প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। আল্লাহ ভাইটার মঙ্গল করুন। আমীন।
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৬
211411
দিগন্তে হাওয়া লিখেছেন : আমিন Good Luck
267641
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪১
নাবিলা লিখেছেন : বাংলাদেশ একটা শয়তানের দেশ। তাই এদেশ ভালো মানুষের জন্য কারাগার At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End
267645
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে হিজাব পড়া নিষেধ আর সালাম দেয়া অপরাধ!!!
র্যাগিং এর মত অপসংস্কৃতি যাদের কাছে ঐতিহ্য তারা কেন সালাম দেবে সেটাও তো প্রশ্ন!তার স্ট্যাটাসটি পড়েছি আগেই।
কি অপরাধে তাকে পুলিশ আটক করল সেটাও জানলাম না। আল্লাহতায়লা তাকে এবং তার পরিবারবে ধৈর্য ধরার শক্তি দিন।
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৩
211414
দিগন্তে হাওয়া লিখেছেন : আমিন//
267657
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১০
শেখের পোলা লিখেছেন : শ্রদ্ধেয় মুক্তি যোদ্ধাদের কাছে প্রশ্ন করতে ইচ্ছা করে দেশকে ইসলামশূণ্য করার জন্যইকি যুদ্ধ করে ছিলেন? উত্তর যদি না হয় তবে দ্বিতীয় প্রশ্ন, তাহলে চুপ কেন?
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০২
211479
দিগন্তে হাওয়া লিখেছেন : উত্তর যদি না হয় তবে দ্বিতীয় প্রশ্ন, তাহলে চুপ কেন?
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৩১
211493
তায়িফ লিখেছেন : মুক্তিযুদ্ধারা যখন যুদ্ধ করেন তখন আপনার মত বয়স ছিল। তারা ৫২ এর ভাষা সৈনিকদের প্রশ্ন করেন নি আপনারা চুপ কেন। ৯০ এর ছাত্র নেতারা ৭১ এর মুক্তিযুদ্ধাদের দিকে তাকিয়ে থাকেন নি। আপনার্ মত সবাই যদি পূর্বসূরীদের প্রশ্ন করে যেত তবে ৪৭ ৫২ ৭১ ৯০ ২০০০ এর জন্ম হত না। ৭১ মুক্তিযুদ্ধারা চুপ থাকেন নি তারা ৭৫ এর নাজাত দিয়েছেন। কিন্তু বিম্পি হাসিনা নামক কুমির কে খাল কেটে এনে জাতিকে এই বিপদে ফেলেছে।
267668
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৬
আতিক খান লিখেছেন : সহমত, দোয়া এবং মুক্তি কামনা করছি।
267678
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২০
বৃত্তের বাইরে লিখেছেন : আজব এই দেশের আইন কানুন! দোয়া রইল ভাইটির জন্য
267682
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৮
নোমান২৯ লিখেছেন : বাকরুদ্ধ|
267686
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪০
১০
267690
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫২
চিরবিদ্রোহী লিখেছেন : বঙ্গবন্ধুর দেশে সালাম দিলো কেন? ছেলেটা বোকা নাকি? নাকি জানে না দেশটা শিক হাসিনা আর বঙ্গবন্ধুর উত্তরাধিকার সূত্রে পাওয়া রেজিস্ট্রার্ড সম্পদ!
আকবর যেমন আসসালামু আলাইকুমের পরিবর্তে "আল্লাহু আকবর" আর ওয়ালাইকুমুস সালামের পরিবর্তে "জাল্লা জালালাহু" খচিত "আকরব ভার্সন" সালামের আবিস্কার করেছিলো, তেমনি বাংলাদেশের জন্য "বঙ্গবন্ধু ভার্সন" সালাম-এর প্রত্যাবর্তন চাই। উদহারণ স্বরূপ- "জামিউল বারিদুল বঙ্গবন্ধু", জবাব "ক্বুদ বঙ্গবন্ধু ইউবাকিরু আলাইহি ওয়া আলাইনা"।
কোন টালবাহানা নয়, অনতিবিলম্বে এর বাস্তবায়ন চাই।
১১
267770
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 8870

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> লিটুয়ারা লিখেছেন : এই ছাগু নিশ্চয় বাংলাদেশে ISIS খলিফার ডিলারশিপ আমদনির ধান্ধায় ছিল। তা নাহলে বুয়েটের ভিসি এমনি এমনি তাকে পুলিশে দিয়ে দিল!!!
১২
267773
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৫
আহ জীবন লিখেছেন : কেন যেন মনে হয় বেক্তিত্ত, শিক্ষা বেবস্থা, ইসলাম, এবং বুয়েট টার্গেট করে এসব করা হচ্ছে।
১৩
267774
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৮
ইয়াফি লিখেছেন : আজ সালাম দিলে জেলে যেতে হবে! হিজাব পরিধান নিষিদ্ধ! কাল?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File