ইসলামী আন্দোলনের বিজয় অবশ্যম্ভাবী কেন এবং কিভাবে, শুনুন হামাসের সাবেক প্রধান শহীদ রানতিসির একটি ঐতিহাসিক ভাষণে। (বাংলাদেশের সাথে একটু মিলিয়ে নিন! দেখুন আমরা কোথায়! কতদুরে!!)

লিখেছেন লিখেছেন ধর্মচিন্তা ০৮ এপ্রিল, ২০১৩, ০৯:৫৬:৩২ রাত







আল্লাহর মেহেরবানীতে আমাদের বিজয় সুনিশ্চিত। জায়নবাদী ইসরাঈলের বিনাশ অবশ্যম্ভাবী। ইসরাঈল কিভাবে টিকে থাকতে পারে যখন হামাসের নেতাদের রক্তে স্নাত ফিলিস্তিন। কিভাবে টিকে থাকতে পারে ইসরাঈল যখন হামাসের হামাস নেতাদের সন্তানদের রক্তে স্নাত ফিলিস্তিন। হামসের একজন প্রতিষ্ঠাতা নেতা আব্দুল ফাত্তাহ র ছেলে...অমুক, আমদের নেতা হাম্মাদ আল হাসানাতের ছেলে......অমুক, আমাদের নেতা আবু আহমাদ জাদাল্লাহর দুই ছেলে.........অমুক, অমুক, আমাদের নেতা আবু মাহেরর ছেলে......অমুক, আমাদের নেতা নিঝার রাইইয়ানের ছেলে......অমুক, আমাদের নেতা আহমাদ জিবরের ছেলে ......অমুক রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন। এরাই হামাসের নেতা। এরাই আমাদের নেতা। এটাই হামাসের নেতাদের স্বরুপ। আমরা (নেতারা ময়দানে) সবসময় সামনের কাতারে। আমরা শুধু নই আমাদের সন্তানেরাও সর্বদা আমাদের মত সামনের সারিতে। এটাই হামাসের পরিচয়। সুতরং জেনে রাখ আমেরিকা, জেনে রাখ ইসরাঈল, আমাদেরকে দমাতে পারবেনা। আমরাই বিজয়ী হবো ইনশাআল্লাহ। (ভিডিও টি দেখুন, আরবী যদি কেউ নাও বোঝেন উক্ত শহীদ নেতা ও তাদের শহীদ সন্তানদের ছবি দেখতে পাবেন http://www.youtube.com/watch?v=RHuKx9RdAXc)


বিষয়: বিবিধ

১৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File