বাংলদেশে পতিত নাস্তিক্যবাদের গাত্রোত্থানঃ কারণ অনুসন্ধান। (অভিজ্ঞতা শেয়ার করার জন্য বিনীত অনুরোধ)

লিখেছেন লিখেছেন ধর্মচিন্তা ০৯ এপ্রিল, ২০১৩, ১০:২২:০৮ সকাল



নাস্তিকতা একটি মাতবাদ। একটি একধরণের জীবন পদ্ধতি। এর উৎস আছে। আছে ক্রমবিকাশ। এর লেটেস্ট ভার্সন সম্ভাবত "নিও এথিজম" হিসাবে বাজারে এসেছে যার মূল ভিত্তি হলো সাইন্স এবং র‍্যাশনালিজম। কোন কিছু বুদ্ধির রাডারে ধরতে না পারলে অথবা অবৈজ্ঞানিক প্রতীয়মান হ্লে সেটা ভিত্তিহীন এবং অগ্রহনযোগ্য। প্রায় সব ধর্মের সাথে রয়েছে এদের বিশেষ শত্রুতা। যা কনক্রিট এভিডেন্স দিয়ে প্রমান করা যায় না অর্থাৎ যা মেটাফিজিক্যাল তাতে বিশ্বাস করা যুক্তি বুদ্ধির অতীত বা ট্রাডিশান। আল্লাহ কি তা যেহেতু ল্যাবে নিয়ে পরীক্ষা কঢ়ে বেরকরা সম্ভব নয়, এটি যেতেতু মেটাফিজিক্যাল ইস্যু তাই এটা বিশ্বাস করা অযৌক্তিক। আর ওহী যেহতু এই অযৌক্তিক উৎসের সাথে সম্পৃক্ত তাই এটি হতে পারেনা জ্ঞানের সোর্স বা অনুকরনীয় কিছু। আজ বাংলাদেশে নাস্তিকতার যে আনাগোনা দেখা যাচ্ছে তা আমার মতে নিও এথিজমের গ্লোবাল প্রভাবেরই অংশ। এর সাথে যুক্ত হয়েছে আরো কিছু পারিপার্শিক সিচুয়েশান যেমনঃ সেকুলার শিক্ষা কারিকুলাম,বামদের বুদ্ধিবৃত্তিক আধিপত্য (নবেল, নাটক, ফিকশন, গল্প, চলচ্চিত্র ইত্যাদি), মিডিয়া সাপোর্ট,ইসলামকে আর্ট অব লিভিং হিসাবে অনুপম বিকল্প হিসাবে পেশ করতে ব্যর্থ হওয়া (বাস্তব জীবনে), আধুনা বিজ্ঞান ভিত্তিক গ্লোবাল নাস্তিক্যবাদের আঞ্চলিক প্রভাব,নাস্তিকদের লজিক্যাল আরগুমেন্টের অপেক্ষাকৃত দুর্বল জবাব (আরোজ আলী মাতুব্বরের নাস্তিক্যবাদী লেখার ত্বাও্বিক কোন জবাব বেরিয়ে থাকলে জানানোর অনুরোধ রইল), আধুনিকতা, উত্তর আধুনিকতা বানাম অআধুনিকতা দ্বন্দ্ব, র‍্যাশনাল দর্শন, ইত্যাদি। দয়াকরে আপনার মতামতটা শেয়ার করুন দিন।

বিষয়: বিবিধ

১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File