ঐক্যেই সুখ
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০২:০২:৫৬ দুপুর
বিভেদকে দূরে ঠেলে যদি এক হই
নাস্তিক নরাধম গুলো যাবে কই?
আমাদের বিদ্বেষ বিভাজনে আজ
মুরতাদ নাস্তিকে ছেয়েছে সমাজ।।
নিজেকেই খাঁটি বলি, অন্যকে ঘৃণা
দেখো আগে নিজেরটা পরিস্কার কিনা।।
বিভাজনে লাভ নেই ঐক্যেই সুখ
আমাদের নিজ দোষে এই দূর্ভোগ।।
সবার তো এক রূপ নয় এক দেহ
আপনার দোষ খানা দেখিবে না কেহ।।
আজ খুব প্রয়োজন একতার বল
আয়ুবীর মত যারা রইবে অটল।।
কুটচাল, শত ফাঁদ খান খান করে
কলেমার ঝাণ্ডা উচু রইবে ধরে।।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলিমদের মধ্যকার অনৈক্য আর বিভেদের সুযোগ নিয়েই নরাধম কুলাংগার নাস্তিক রা এতো সাহস পাচ্ছে।
অনেক ধন্যবাদ এমন সময়োপযোগী সুন্দর কবিতার জন্যে।
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লা
মন্তব্য করতে লগইন করুন