কি ভুল ছিলো আমার

লিখেছেন লিখেছেন মিরু ১৭ জানুয়ারি, ২০১৩, ০৯:০১:৪৪ সকাল

কি ভুল ছিলো আমার,

নষ্ট কে নষ্ট-দুষ্ট কে দুষ্ট বলার অধীকার ,

থাকবেনা আমার।

আমায় থামাতে পারবে,

সময় থামবেনা,

সূয থামবেনা,

চাঁদ থামবেনা,

জোয়ার থামবেনা,

প্রতিবাদের মিছিলে ,

মজলুমের স্লোগান থামবেনা,

আমার গায়ের ঝড়ে পরা ,

রক্ত থেকেই,

উঠবে মুক্তির স্লোগান।

আমায় থামবে বলে,

তোমরা করেছো তোমাদেরই ধংসের শপথ।

বিষয়: সাহিত্য

১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File