একজন কুকুর চরিত্রের বাঘের মত রাষ্ট নায়ক চাই। নতুন রাজনীতিক দলের প্রধানের উদ্দেশ্যে লিখা অপিৃয় সত্য।
লিখেছেন লিখেছেন মিরু ০১ জুন, ২০১৫, ০৯:৪৭:১১ রাত
একটি সত্য বলতে হচ্ছে । আমারও বলতে ভাল লাগছেনা,তারপরও বলি । এদেশে একজন কুকুর চরিত্রের বাঘের মত রাষ্টনায়ক দরকার ভদ্রলোকের প্রয়জন নাই । দল অনেক আছে মানুষের নতুন কিছুর প্রতি ঝোক নাই । দেশের দূর্গন্ধময় চিকা গুলো কুকুর হয়েছে অনেক দিন নেড়ে কুত্তাগুলো বাঘের প্রসাদেই থাকে, মাঝে মাঝে কুকুর ও না বাঘ ও না এক অদ্ভুত কর্কষ চিৎকার জুড়ে দেয় মানুষ ভয়ে হিম হয়ে যায় তারা বুঝেনা এরা কুকুর না বাঘ । আর বাঘেরা এখন শৃগালের মত লুকিয়ে বেড়ায় ,মাঝে মাঝে ডাকে আফসুস সেটাও ছাগলের বে ডাকের মত শুনায় । একটি কুকুর চরিত্রের বাঘ চাই
বিষয়: রাজনীতি
১৩৬৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্লান্ত, এখন এখানে বিশ্রামে দিলাম
শিয়ালের মত জিবন।আর আমরা যা করছি
তা ছাগলের বে বে এর চেয়ে খুব বেশি উন্নত নয়
কষ্ট জমাট বেধে কলজের থেবরানো অংশ মনে হয়।
আপনার চাহিদা মোতাবেক এই একটা মাত্র পিস আছে বাংলাদেশে । অভিজ্ঞতাও আছে দেশ পরিচালনার ।
মন্তব্য করতে লগইন করুন