তোমরা কি নিরাপত্তা পেয়েগেছো যিনি আসমানে আছেন তার থেকে? তিনি কি তোমাদের সহ যমিন কে ধসিয়ে দিবেন না অতপর তা কাঁপতে থাকবে ।সুরা মুলক আয়াতঃ১৬

লিখেছেন লিখেছেন মিরু ২৫ এপ্রিল, ২০১৩, ০৯:২০:১৫ রাত

এ কোরআন তোমার জন্য আমার জন্য,মানব যাতির জন্য। (তোমরা কোথায় চলছো ,এ যে বিশ্বজাহানের জন্য উপদেশ ,আর যে সঠিক পথ খুজে বেড়ায়)তাকভিরঃ২৬ +২৭+২৮। মৃত্যু তোমার সাথেই তোমার পশেই, নীরবে তোমার সাথে দায়িত্ব পালনে ব্যাস্ত মুনকার নাকির,তোমার চারপাশে আসংখ্য ফিরিশতারা আপন কর্মে মগ্ন, তুমি কি জান কখন তোমার মৃত্যু ?তুমি যদি বাস কর কোন সূরম্য অট্যলিকায় তাহলে ভাবে রাখ পৃথিবীর অনেক বিলাসি শহর

আজ ধ্বংস হয়ে তোমার সামনে বাস্তব ইতিহাস হিরোসিমা,

নাগাসিক,কিরকুক ,গু্জরাট, বালি দ্বিপ, এইতো নিকট অতীতে জাপানের সমুদ্র শহর আজ কোথায় হারিয়ে গেছে তার জৌলুস

তার অহংকারি বিলাসি মানুষেরা ।আজকের চলমান আমাদের ঢাকা শহরটা পৃথিবীর সম্ভাব্য ঝুকি পূর্ন ভূমিকম্প শহর । আমি হয়্তো এ শহরের বাসিন্দা আমার কাধেই বয়ে চলছি কোন এক নির্মম মৃত্যু হয়তোবা আমার পৃয়জন তার অপেক্ষায়। তুমি যদি যানবাহনে থাক ভেবে রাখ পৃথিবীতে প্রতি সেগেন্টে সবচেয়ে বেশি লোক মারা যায় ব্যাস্ত রাজ পথে, নৌ দূর্ঘটনা ,কর্মস্থলে মৃত্যু এখন অনেকটা গা সওয়া যেনো এটা মাঝে মাঝে হতেই পারে। আমি তুমি সকলেই মৃত্যুর অপেক্ষায়। এ যে অবধারিত নির্মম নিষ্ঠুর চির জিবন্ত সত্য ।

তুমি মরবেই তুমি নাস্তিক হও আস্তিক হও শিশু কিশোর যুবোক আর বুরো হও, তুমি একদিন থেমে যাবে যত দূর্বার সাহসি হও ঠিক তুমি ঘেমে যাবে হিম শীতল হয়ে জমে যাবে। (হে মানুষ কোন জিনিস তোমায় তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলেছে) ইনফিতরঃ৬। চলনা ভেবে দেখি আমি আমার মৃত্যর জন্য কি প্রস্তুত? আমি আর তুমি প্রস্তুত না হলেও মৃত্যু আমাদের জন্য আলবৎ প্রস্তুত ।

বিষয়: বিবিধ

১৭৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File