আর্মিরা কি মানুষ না?

লিখেছেন লিখেছেন তানিয়া সেমিহা ২৬ এপ্রিল, ২০১৩, ১২:৩৪:৪৬ রাত

ধসে পড়া ভবনে আটকে পড়াদের উদ্ধার কাজ চলছে। এর মধ্যেই কপাল কুচকে, চোখ-নাক লাল করে এদিক-ওদিক তাকাচ্ছেন এক সেনা কর্মকর্তা। প্রথমে মনে হল তিনি বিরক্ত। এরপর মনে হল কাজের চাপে ও পরিশ্রমে চেহারাএমন হয়েছে। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে বোঝা গেল প্রাণপণে কান্না চেপে আছেন তিনি।

যেদিকেই তাকাচ্ছেন মানুষের কান্না, আর্তনাদ, আহাজারি, দৃষ্টি বাঁচানোর কোনো সুযোগই পাচ্ছেন না যেন তিনি। মায়াচোখে প্রতিটি মানুষের আহাজারি দেখছেন, সেই সঙ্গে কেঁপে উঠছে তার ঠোঁট, নাকের ডগা আরো লাল হচ্ছে। চোখে অশ্রুর ছোঁয়া লুকানোর চেষ্টাও স্পষ্ট বোঝা যায়।

চোখের সামনে সাহায্যপ্রার্থী -মানুষ, কিন্তু বাঁচাতে পারছেন না একসঙ্গে সবাইকে- এই কষ্টেই যেন আরও ক্ষয় হচ্ছেন তিনি।

“আপনি একজন আর্মি কর্মকর্তা, আপনিও কাঁদছেন!”

জবাবে নিরুত্তর তিনি। অনুভূতি প্রকাশে যেন তার বাধা। কিছুক্ষণ নীরব থেকে বলেন, “ ‘আর্মিরা কি মানুষ না?’

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File