এত কষ্টের মাঝেও আওয়ামী নেতাদের কৌতুককর বাণী আনন্দের খোরাক যোগায়
লিখেছেন লিখেছেন ফুল কুমারী ২৫ এপ্রিল, ২০১৩, ০৮:৪৯:৩৫ রাত
একদিকে কান্না আর অন্যদিকে চলছে কৌতুকের সমাহার। হৈ হৈ ব্যাপার আর রৈ রৈ কান্ড। কৌতুকগুলো যদি কোনো কৌতুক অভিনেতা করতেন তাহলে না হয় মেনে নেওয়া যায় কারণ কৌতুক করা তার পেশা এন্ড নেশা। কিন্তু কৌতুকগুলো এমন গন্যমান্য ব্যক্তিরা করছেন যেটা আমাদের জন্য মেনে নেওয়া সত্যিই বেদনাদায়ক। গতকাল সাভারে ৯তলা ভবন ধসে যাওয়াতে প্রায় ৭ হাজার লোক আটকা পড়ে। তাতে ২৪০ এর উপরে নিহত হয়। গতকাল বিবিসির সাথে কথোপকথনে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হরতাল সমর্থকরা পিলার ধরে নাড়াচাড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মেনে নিলাম উনি যেহেতু মিথ্যা কথাতে পটু আর মিথ্যা বলা তার স্বভাবে পরিণত হয়েছে। কাজেই তিনি বলতেই পারেন। কিন্তু আজকে সংসদে দাড়িয়ে প্রধানমন্ত্রী যখন বললেন রানা প্লাজার মালিক যুবলীগের কেউ নয়। তখন মাথা গেল আউড়িয়ে। হায় হায় বলে কি???? ভাবলাম মাথা কি সত্যি আমার আওলালো নাকি তাদের??? বলার আর কিছুই নাই আর বলে কোনো লাভও নাই।
যাহোক নিচের ভিডিওটি দেখুন আর মন খারাপ থাকলে হেসে মন প্রাণ সতেজ করুন।
ভিডিও এইখানে
বিষয়: বিবিধ
২১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন