মায়ের প্রতিক্ষায় বসে থাকা ছোট্ট শিশুটি (দেখে সবারই চোখে পানি আসবেই আসবে) Sad Sad

লিখেছেন লিখেছেন ফুল কুমারী ৩০ এপ্রিল, ২০১৩, ০৮:০৯:৪৩ রাত

পৃথিবীতে বাবার চেয়ে মা-ই যে সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের তার প্রমাণ আরো একবার দেখতে পেলাম সাভারের ট্রাজেডিতে। ভবনের ভিতরে আটকে থাকা সব নরনারীই আগে মায়ের খোঁজ নিয়েছে। মরার সময়ও বলেছে আমার মা'কে একটু দেইখা রাইখেন। আর নিচের ভিডিওর অবুঝ শিশুটিও ছবি হাতে তার মায়ের ফিরে আসার প্রতিক্ষায় হামাগুড়ি দিয়ে অপেক্ষার প্রহর গুণছে কখন আসবে তার মা, আদর করে কোলে তুলে নিয়ে মমতা ভরে চুমু দেবে তার কপালে। কিন্তু এই অবুঝ শিশুটি কি জানে হয়তো ততক্ষণে বেঁচে নেই তার প্রিয়জন হয়তো চলে গেছে না ফেরার দেশে। কিন্তু তবুও বসে থাকা তবুও অপেক্ষা করা হয়তো ফিরে আসবে কোন একসময়।




যারা ইউটিউব দেখতে পারছেন না তারা এখানে দেখুন

বিষয়: বিবিধ

১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File