রাজন কথন (আমরা আমরা নৈতিক সাবলকগণ)
লিখেছেন লিখেছেন মিরু ১৪ জুলাই, ২০১৫, ০৪:১৩:১৩ বিকাল
রাজন মরিয়া প্রমান করিলো ,
তাহারে বাঁচাইতে (রক্ষা করিতে)আমরা মরিলেও,
তাহার মরনে আমাদের মনুষত্ব মরে নাই। বাঘ শিকারে কাপুরষরা,হরিন শিকারে বীর বনে যায়।
হতভাগা কথিত জনতা চোরের শাসন সানাইতে ,খুনির লকব পরিয়া,
দুর্ধর্ষ হন্তক।
থানার ছোটবাবু শোল লক্ষে দরদ বিকিয়া,
বিনা শর্তে জল্লাদ।
ফেবুর অলস সমাজিরা,
শেয়ার পোষ্টের নিরব কন্ঠে,
তুমুল প্রতিবাদ ।
জন ও আইন বিচ্ছিন্ন সরকার,
কবে হবে কামরুল, (রাজন হত্যাকারি)
প্রবল পৌরষে আমরা হবো ভিমরুল।
বিষয়: সাহিত্য
১১৪৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন