জ্বলছে
লিখেছেন লিখেছেন মিরু ২৩ মে, ২০১৫, ০৭:৩৭:৩৩ সন্ধ্যা
জ্বলছে ,
দেশ- মানুষ-মানুষের বাহন
বাড়ছে দ্বহন , আর অসহ্য জ্বলন ।
জ্বলছে ,
কৃষকের পেট, মুজুরের পিট
বনিকের বুক ,পাঠশালার চক সিলেট ।
অধিকার,
হারিয়েছে মুনুষ , বলা-শোনা আর যানার
নির্দয় ,
শাসকের চোখ,চাহনির নগ্নতা ,লুকানো বিষন্যতা ।
কাঁদছে ,
মোধ্য বিত্তের হাড়ি,আর নিন্ম বিত্তের ঝুপুড়ি ।
হাসছে,
আইন তার দৈন্যতায়,
জনতার বিশ্বাসের শূন্যতায় ।
হাসছে,
মৃত্যু তার বন্যতায়
শাসকের কৃশ হাসির ব্যাঙ্গতা
বিষয়: সাহিত্য
১১৬৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন