বছর ঘুরে ফিরে আবার জৈষ্ঠ মধু মাসে ।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৩ মে, ২০১৫, ০৭:৩৬:১১ সন্ধ্যা
বছর ঘুরে ফিরে আবার জৈষ্ঠ মধু মাসে
মৌ মৌ গন্ধে মাতাল খুসবো সুধা ভাসে।
আম,জাম,কাঁঠাল, লিচু আরো কতো কি
কোনটা রেখে কোনটা খাবে লাগছে ভেলকি।
জ্যৈষ্ঠ ছাড়া অন্য মাসে পাবেনা এতো ফল
কী চমৎকার মধুমাসে পাঁকা ফলের দল।
পরিবারের সবাই মিলে একই সাথে খাবে
সাধ্য যতো প্রিয়জনদের দুহাতে বিলাবে।
অর্থ-সামর্থ্য নেই যাদের ফল কিনে খাবার।
প্রসারিত করবে সবাই মনের খিল দোয়ার।
জৈষ্ঠ মাসের ফলের রসে জুড়াক সবার প্রাণ
ধনী গরীব মিলে সবাই গাহি সাম্যের গান ।
বিষয়: বিবিধ
১৬১২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন