বছর ঘুরে ফিরে আবার জৈষ্ঠ মধু মাসে ।

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৩ মে, ২০১৫, ০৭:৩৬:১১ সন্ধ্যা



বছর ঘুরে ফিরে আবার জৈষ্ঠ মধু মাসে

মৌ মৌ গন্ধে মাতাল খুসবো সুধা ভাসে।

আম,জাম,কাঁঠাল, লিচু আরো কতো কি

কোনটা রেখে কোনটা খাবে লাগছে ভেলকি।



জ্যৈষ্ঠ ছাড়া অন্য মাসে পাবেনা এতো ফল

কী চমৎকার মধুমাসে পাঁকা ফলের দল।

পরিবারের সবাই মিলে একই সাথে খাবে

সাধ্য যতো প্রিয়জনদের দুহাতে বিলাবে।



অর্থ-সামর্থ্য নেই যাদের ফল কিনে খাবার।

প্রসারিত করবে সবাই মনের খিল দোয়ার।

জৈষ্ঠ মাসের ফলের রসে জুড়াক সবার প্রাণ

ধনী গরীব মিলে সবাই গাহি সাম্যের গান ।

বিষয়: বিবিধ

১৬১২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322051
২৩ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
322062
২৩ মে ২০১৫ রাত ০৮:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কার্বাইড আর ফরমালিন এর ভয়ে জষ্টিমাসে এখন শুধু পানি খাই!!
322081
২৩ মে ২০১৫ রাত ১০:৫৮
আবু জান্নাত লিখেছেন : চমৎকার কবিতা। ধন্যবাদ।
322082
২৩ মে ২০১৫ রাত ১১:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দাম আর ফরমালিনের ভয়ে কিছু খেতে ভয় পাই। Sad Sad
322095
২৪ মে ২০১৫ রাত ১২:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : কবিতার শব্দ চয়নগুলো পাঠককে খুব একটা আকর্ষণ করতে পারছে না। সুন্দর লিখেছেন, তবে আরো সুন্দর হবে যদি কিছুটা সময় নিয়ে সুস্থ মন নিয়ে লিখতে বসেন।
ধন্যবাদ।
322128
২৪ মে ২০১৫ রাত ০২:৫৪
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো , ধন্যবাদ
322148
২৪ মে ২০১৫ সকাল ০৮:১১
বৃত্তের বাইরে লিখেছেন : ফরমালিনের জন্য খাওয়ার উপায় নেই Sad. লিচুর ছবিগুলো ভালো লাগলো, কবিতাও Good Luck
322159
২৪ মে ২০১৫ সকাল ০৯:১৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : মিয়াজী ভাই কবিতা সুন্দর হয়েছে। কিন্তু আমরা এখন ফল খেতে ভীষণ ভয় পাই Sad
322623
২৬ মে ২০১৫ দুপুর ০২:১৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : বাংলার ফল ফলাদি নিয়ে কবিতাটা বেশ সুন্দর হয়েছে। সাথে চমৎকার ছবিগুলো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File