আমার কি দোষ আমি তো আজন্ম নির্দোষ
লিখেছেন লিখেছেন মিরু ১৮ মে, ২০১৩, ০৮:১৯:৩৮ রাত
তুই বেটা বলিয়া খালাশ,
দেখনা করিয়া তালাশ।
আমি কান্দি নাড়ির টানে তুই কান্দস ভাতার,
আমার গেলে সবি গেলো,
তোর ঘড়ে চাঁন্দের আলো,
আমি খুজি গাছের শিকর তুই খুজিস পাতা
এবার খুলিয়া দেখ,
হিসেবেরিই খাতা।
আমি মরি মরার ভয়ে,
জ্ঞ্যান হাড়িয়ে মূর,
মরার ঘায়ে চাবুক মেরে,
তুই পেরোস সমুদ্রুর।
আমার ঘড়ে শুন্য উনূণ
পেট ফেটে চৌচির,
তোর মাথায় বিজয় মকুট,
ধন্য মহাবীর।
আমার কি দোষ,
আমি তো আজন্ম নির্দোষ।
বিষয়: সাহিত্য
১৪৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন