এক আজব দেশে পুরুষেরা সব হিজড়া হয়ে গেলো

লিখেছেন লিখেছেন মিরু ২৬ মে, ২০১৫, ০৪:১৪:০৯ বিকাল

এক আজব দেশে হটাৎ ,

সব পুরুষেরা বদলে গেলো ।

ধীরে ধীরে তারা হলো নৃপুঃসুক ,

কুৎসিৎ উপহাসে যাকে বলে হিজড়া ।

যদিও পুরুষদের ঠোঁটের উপরে ,

রুক্ষ গোঁফ চুয়ালে খোঁচা খোঁচা দাড়ি ,

কথায় খড় খড়ে - খস খসে ভাব বদলে যায়নি ।

তবুও তাড়া আর পুরুষ রইলোনা ।

তাদের মেয়ে সঙ্গীরা বিছানায় তাদের কোমার্য নিয়ে কোন প্রশ্ন তুললোনা ,

তবুও তারা আর পুরুষ রইলোনা ।

তারা জুলুম দেখে মজলুম হয়ে রইলো,

জালিমের জম হতে পারলোনা ।

ধর্ষক দেখে দর্শক হয়ে রইলো,

ধর্ষকের ধ্বংস হতে পারলো না ।

বাক স্বাধীনতা হারিয়ে বাক প্রতিবন্দি হয়ে রইলো,

স্বাধীনতার স্লোগান হতে পারলোনা ।

একটি জাতি হিজড়া হয়ে গেলো,

কেউ পু রইলোনা ।

বিষয়: সাহিত্য

১২২৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322654
২৬ মে ২০১৫ বিকাল ০৪:৩১
হতভাগা লিখেছেন : পুরুষদেরকে ক্রিটিসাইজ না করে নারীদেরকে বলুন প্রতিবাদে এগিয়ে আসতে ? নারীরা কি ঘরে বসে বসে পুরুষের তুলে আনা ফসলই খাবে চিরটা কাল ?
322658
২৬ মে ২০১৫ বিকাল ০৪:৩৭
মিরু লিখেছেন : পরুষ রা এই সমাজের প্রতিনিধিত্ব করে,
তো দায়টা তাদেরই
322663
২৬ মে ২০১৫ বিকাল ০৪:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার কবিতা পড়ে বুঝলাম পুরুষ আজকের সমাজের জন্য ব্যাধি হি হি হি.....!!!

প্রধানমন্ত্রী কিন্তু নারী..... Big Grin Big Grin
২৬ মে ২০১৫ বিকাল ০৫:৪৬
263821
মিরু লিখেছেন : সে তো কবেই পুরুষ হয়েছে । পরো জাতীকে ক্রমাগত ধর্ষণ করে চলেছে
322671
২৬ মে ২০১৫ বিকাল ০৫:৪৩
মিরু লিখেছেন : সে
322672
২৬ মে ২০১৫ বিকাল ০৫:৪৩
egypt12 লিখেছেন : প্রধানমন্ত্রী-বিরোধী দলীয় নেত্রী সব নারী!!!

তাই বলা যায়...

সব পুরুষেরা বদলে গেলো ।
ধীরে ধীরে তারা হলো নৃপুঃসুক ,
কুৎসিৎ উপহাসে যাকে বলে হিজড়া ।
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
263834
মিরু লিখেছেন : ধন্যবাদ দৃড় মন্তব্যের জন্য
322686
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ধর্ষক দেখে দর্শক হয়ে রইলো
322689
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
মিরু লিখেছেন : ধন্যবাদ
322694
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
শেখের পোলা লিখেছেন : সাপুড়ে সাপধরেই তার বীষ দাঁত ভেঙ্গে দেয় তার পর তারে নিয়ে খেলা দেখিয়ে রোজগার করে৷'৭১ এ জাতির পুরুষের বীষ দাঁত ভাঙ্গা হয়ে গেছে৷ তাই হাজার কামড়েও বীষ হয়না৷ তা নিয়েই জাতির ভগ্নি খেলা দেখিয়ে রোজগার করছে৷
322706
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
মিরু লিখেছেন : ধন্যবাদ
১০
324022
০২ জুন ২০১৫ সকাল ০৭:৩৯
অবাক মুসাফীর লিখেছেন : চিন্তার বিষয়...
০২ জুন ২০১৫ সকাল ১০:২৬
265649
মিরু লিখেছেন : বেসক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File