এক আজব দেশে পুরুষেরা সব হিজড়া হয়ে গেলো
লিখেছেন লিখেছেন মিরু ২৬ মে, ২০১৫, ০৪:১৪:০৯ বিকাল
এক আজব দেশে হটাৎ ,
সব পুরুষেরা বদলে গেলো ।
ধীরে ধীরে তারা হলো নৃপুঃসুক ,
কুৎসিৎ উপহাসে যাকে বলে হিজড়া ।
যদিও পুরুষদের ঠোঁটের উপরে ,
রুক্ষ গোঁফ চুয়ালে খোঁচা খোঁচা দাড়ি ,
কথায় খড় খড়ে - খস খসে ভাব বদলে যায়নি ।
তবুও তাড়া আর পুরুষ রইলোনা ।
তাদের মেয়ে সঙ্গীরা বিছানায় তাদের কোমার্য নিয়ে কোন প্রশ্ন তুললোনা ,
তবুও তারা আর পুরুষ রইলোনা ।
তারা জুলুম দেখে মজলুম হয়ে রইলো,
জালিমের জম হতে পারলোনা ।
ধর্ষক দেখে দর্শক হয়ে রইলো,
ধর্ষকের ধ্বংস হতে পারলো না ।
বাক স্বাধীনতা হারিয়ে বাক প্রতিবন্দি হয়ে রইলো,
স্বাধীনতার স্লোগান হতে পারলোনা ।
একটি জাতি হিজড়া হয়ে গেলো,
কেউ পু রইলোনা ।
বিষয়: সাহিত্য
১২২৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তো দায়টা তাদেরই
প্রধানমন্ত্রী কিন্তু নারী.....
তাই বলা যায়...
সব পুরুষেরা বদলে গেলো ।
ধীরে ধীরে তারা হলো নৃপুঃসুক ,
কুৎসিৎ উপহাসে যাকে বলে হিজড়া ।
মন্তব্য করতে লগইন করুন