সকল মুসলিম ভাই/বোনদের কাছে আন্তরিক সহায়তা কামনা করছি।

লিখেছেন লিখেছেন শহীদ ভাই ১৭ জানুয়ারি, ২০১৩, ০৮:৪৩:৪৪ সকাল

بسم الله الرحمن الرحيم

আস সালামু ওয়ালাইকুম

সুপ্রিয় মুসলিম ভাই ও বোন।

আমি কোন আলেম নই, মাদ্রাসায় পড়ার সৌভাগ্যও আমার হয়নি।

মুসলিম পরিবারে জন্মগ্রহন করেও মহান ইসলাম ধর্মের সকল হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করতেও পারছিনা এটা আমার ব্যার্থতা। Sad

সে যাইহোক, আসল কথায় আসি:

বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মুসলমানরা বিভিন্ন দলে ও মতবাদে বিভক্ত হয়ে আছে।

আসলে আমি বুঝতে পারছি না কোনটি সঠিক পথ।

এদিকে বেশ কয়েকদিন ধরে পবিত্র কোরআনের বেশ কিছু আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করে যাচ্ছি এবং

এই আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা বুঝার চেষ্টা করছি;

এই ব্লগের সকল মুসলিম ভাই/বোনদের কাছে এই ব্যাপারে আন্তরিক সহায়তা কামনা করছি।

নিচে উল্লেখিত আয়াতগুলো সম্পর্কে আপনাদের কার কি ধারনা এখানে মন্তব্য আকারে পেশ করার সবিনয় অনুরোধ করছি, বিস্তারিত ব্যাখ্যা না দিতে পারলেও যার যেমনভাবে খুশি এখানে মত প্রকাশ করতে পারেন।

আয়াতগুলো হচ্ছে:

‘তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা নিজেদের দ্বীনকে বিভক্ত বা বিচ্ছিন্ন করেছে এবং নিজেরা বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়েছে। (আসলে) প্রতিটি দলই তাদের নিজেদের কাছে যা কিছু আছে তা নিয়েই আনন্দে নিমগ্ন হয়ে রয়েছে।’ (আর রুম : ৩১-৩২)।

"অতঃপর তাদের মধ্যে থেকে(প্রসঙ্গ: হযরত ঈসা আ. এর অনুসারীরা) বিভিন্ন দল মতভেদ সৃষ্টি করল। সুতরাং যালেমদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক দিবসের আযাবের দুর্ভোগ। "

অর্থ্যাৎ তাদের মত বিভক্ত ও পথভ্রষ্ট হয়ে যেয়োনা।' (সুরা যুখরুফ: ৪৩:৬৫)

"আরও দিয়েছিলাম তাদেরকে ( প্রসঙ্গ :বনী ইসরাঈল) ধর্মের সুস্পষ্ট প্রমাণাদি। অতঃপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক জেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করেছে। তারা যে বিষয়ে মতভেদ করত, আপনার পালনকর্তা কেয়ামতের দিন তার ফয়সালা করে দেবেন। " (সুরা জাছিয়া: ৪৫:১৭)

"নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খন্ড-বিখন্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তা'আয়ালার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। " (সুরা আন'আম:৬:১৫৯)

"তোমরা সবাই মিলে শক্ত করে আল্লাহর রশি ধরো, বিভক্তিতে লিপ্ত হয়ে পড়োনা। আল্লাহর সেই অনুগ্রহকে স্মরণ রেখো, যা তিনি তোমাদের প্রতি করেছেন। তোমরা ছিলে পরস্পরের দুশমন। তিনি তোমাদের মনকে মিলিয়ে দিয়েছেন। আর তাঁরই কৃপায় তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছো। তোমরা আগুনে ভরা এক গভীর গর্তের কিনারে দাঁড়িয়েছিলে আর আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের সামনে তাঁর নিদর্শন সমূহ স্পষ্ট করে ধরেন, যাতে করে তোমরা তোমাদের কল্যাণের পথ লাভ করতে পারো’।" (সূরা ৩ আলে ইমরান: আয়াত ১০৩)


(মহান আল্লাহ্ তায়লা আমাদের ভুল-ত্রুটিগুলো সংশোধন করে

সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন)

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File