জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে কতিপয় আয়াত-১
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০২ নভেম্বর, ২০১৩, ০৬:৪১:৫৯ সন্ধ্যা
১) 'অন্যদিকে মুত্তাকীরা থাকবে বাগানে ও নির্ঝরিণীসমূহে
এবং তাদেরকে বলা হবে, তোমরা এগুলোতে প্রবেশ করো শান্তি ও নিরাপত্তার সাথে।
তাদের মনে যে সামান্য কিছু মনোমালিন্য থাকবে তা আমি বের করে দেবো, তারা পরস্পর ভাই ভাইয়ে পরিণত হয়ে মুখোমুখি আসনে বসবে।
সেখানে তাদের না কোন পরিশ্রম করতে হবে আর না তারা সেখান থেকে বহিষ্কৃত হবে।'
(সূরা আল হিজর;আয়াত নং ৪৫-৪৮)
২) 'যখন সে দিনটি আসবে তখন মুত্তাকীরা ছাড়া অবশিষ্ট সব বন্ধুই একে অপরের দুশমন হয়ে যাবে।
যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান এনেছিলো এবং আমার আদেশের অনুগত হয়েছিল
সেই দিন তাদের বলা হবে, “হে আমার বান্দারা, আজ তোমাদের কোন ভয় নেই এবং কোন দুঃখও আজ তোমাদের স্পর্শ করবে না।
তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো। তোমাদের খুশী করা হবে।"
তাদের সামনে স্বর্ণের প্লেট ও পেয়ালাসমূহ আনা নেয়া করানো হবে এবং মনের মত ও দৃষ্টি পরিতৃপ্তকারী প্রতিটি জিনিস সেখানে থাকবে। তাদের বলা হবে, “এখন তোমরা এখানে চিরদিন থাকবে। পৃথিবীতে তোমরা যেসব কাজ করেছো
তার বিনিময়ে এ জান্নাতের উত্তরাধিকারী হয়েছো।
তোমাদের জন্য এখানে প্রচুর ফল মজুদ আছে যা তোমরা খাবে।”
(সূরা আয্ যুখরুফ;আয়াত নং ৬৭-৭৩)
৩) 'আল্লাহভীরু লোকেরা শান্তি ও নিরাপত্তার জায়গায় থাকবে বাগান ও ঝর্ণা ঘেরা জায়গায়।
তারা রেশম ও মখমলের পোশাক পরে সামনাসামনি বসবে।
এটা হবে তাদের অবস্থা। আমি সুন্দরী হরিণ নয়না নারীদের সাথে তাদের বিয়ে দেবো।
সেখানে তারা নিশ্চিন্তে মনের সুখে সবরকম সুস্বাদু জিনিস চেয়ে চেয়ে নেবে।
সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ চাখবে না।
তবে দুনিয়াতে যে মৃত্যু এসেছিলো তা তো এসেই গেছে। আর আল্লাহ তাঁর করুণায় তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। এটাই বড় সফলতা।'
( সূরা আদ দুখান;আয়াত নং ৫১-৫৭ )
৪) 'নিঃসন্দেহে নেক লোকেরা থাকবে বড়ই আনন্দে।
উঁচু আসনে বসে দেখতে থাকবে।
তাদের চেহারায় তোমরা সচ্ছলতার দীপ্তি অনুভব করবে।
তাদেরকে মোহর করা বিশুদ্ধতম শরাব পান করানো হবে।
তার ওপর মিশক-এর মোহর থাকবে। যারা অন্যদের ওপর প্রতিযোগিতায় জয়ী হতে চায় তারা যেন এই জিনিসটি হাসিল করার জন্য প্রতিযোগিতায় জয়ী হবার চেষ্টা করে।
সে শরাবে তাসনীমের মিশ্রণ থাকবে।
এটি একটি ঝরণা, নৈকট্য লাভকারীরা এর পানির সাথে শরাব পান করবে।'
(সূরা আল মুতাফফিফীনঃ ২২-২৮)
বিষয়: বিবিধ
১৪৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন