সম্মানিত রজনী(ছন্দে ছন্দে আল কুরআন)
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৮ জুলাই, ২০১৫, ০৩:৫৩:৫৩ দুপুর
ক্বদরের রাতে নাযিল হয়েছে
মহান গ্রন্থ আল কুরআন,
ক্বদরের রাত কি? জানো কি তুমি?
(জানো কি এ রাতের সম্মান?)
.
হাজার মাসের চাইতেও উত্তম
ক্বদরের এই রাত,
( এই রাত অতিবাহিত করো
করে প্রভুর ইবাদাত)।
.
ফেরেশতাগণ এবং 'রূহ'
আসেন ধরায় এই রাতে,
প্রত্যেকটি কাজের হুকুম নিয়ে
তাদের রবের অনুমতিতে।
.
কল্যাণে পরিপূর্ণ এই রাতটি শান্তিময়,
যতক্ষণ পর্যন্ত না ফজরের হয় উদয়।
সুরার অর্থঃ
১.) আমি এ (কুরআন) নাযিল করেছি কদরের রাতে।
২.) তুমি কি জানো, কদরের রাত কি?
৩.) কদরের রাত হাজার মাসের চাইতেও বেশী ভালো।
৪.) ফেরেশতারা ও রূহ এই রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাযিল হয়।
৫.) এ রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত।
[আল ক্বদর]
বিষয়: বিবিধ
১৮৪৫ বার পঠিত, ৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
- এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফায়সালা দেয়া হয়ে থাকে'
[আদ দুখান ; আয়াত নং ৩ ও ৪]
- এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফায়সালা দেয়া হয়ে থাকে'
[আদ দুখান ; আয়াত নং ৩ ও ৪]
সূরা আল্ ক্বদর
শুরু করছি পরম করুণাময় নামে আল্লাহর
মহান দয়ালু যিনি অসীম-অনন্ত অপার।
নিশ্চয়ই কদর রাতে অবতীর্ণ হয়েছে আল্ কুরআন
আপনি কি জানেন কদরের রাত কত বড় মহান?
সেই সৌভাগ্যবান রাত, যা হাজার মাস থেকে উত্তম
প্রভুর নির্দেশে ধরায় অবতীর্ণ হন ফেরেশতাগণ!
সকলি পূণ্য আমলসহ জিবরাঈল আমিন,
ফজর না হওয়া পর্যন্ত শান্তি করে আহ্বান।
- এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফায়সালা দেয়া হয়ে থাকে'
[আদ দুখান ; আয়াত নং ৩ ও ৪]
হযরত আবদুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করীম ﷺ -এর সাহাবীগণের মধ্যে থেকে কয়েকজনকে রমযানের শেষ (দশকের) সাত রাতে স্বপ্নের মাধ্যমে শবে-কাদর দেখানো হয়। ফলে রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তোমাদের স্বপ্নের শেষ দশকের সাত রাতের ব্যাপারে ঐকমত্য সাধিত হয়েছে। অতএব যে ব্যক্তি শবে-কাদর খুঁজতে চায় তার এই শেষ (দশকের) সাত রাতের মধ্যে খোঁজা উচিত। (বুখারী ও মুসলিম)
- এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফায়সালা দেয়া হয়ে থাকে'
[আদ দুখান ; আয়াত নং ৩ ও ৪]
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহﷺ রমযানের শেষ দশ দিন ইতিকাফ করতেন এবং বলতেনঃ রমযানের শেষ দশকে শবে-কাদরের তালাশ কর। (বুখারী ও মুসলিম)
ছন্দের তালে শিক্ষার আলো, ধন্যবাদ।
- এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফায়সালা দেয়া হয়ে থাকে'
[আদ দুখান ; আয়াত নং ৩ ও ৪]
- এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফায়সালা দেয়া হয়ে থাকে'
[আদ দুখান ; আয়াত নং ৩ ও ৪]
- এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফায়সালা দেয়া হয়ে থাকে'
[আদ দুখান ; আয়াত নং ৩ ও ৪]
- এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফায়সালা দেয়া হয়ে থাকে'
[আদ দুখান ; আয়াত নং ৩ ও ৪]
দুআ করি আল্লাহ আপনার হাতে আরো বরকত দিন আমীন।
- এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফায়সালা দেয়া হয়ে থাকে'
[আদ দুখান ; আয়াত নং ৩ ও ৪]
কবি গোলাম মোহাম্মদ কে নিয়ে আপনি একটা পোস্ট লিখে ফেলেন। ধন্যবাদ ভাইছা।
আর হ্যা একটু দেরিতে হলেও আজ প্রিয় কবি গোলাম মোহাম্মদ কে নিয়ে একটি পোস্ট দিলাম । আশা করি পড়বেন ।
জাযাকিল্লাহ্ খাইরান।
মন্তব্য করতে লগইন করুন