এক নেত্রীর পরিবার মেধা-প্রজ্ঞা ও যোগ্যতা দিয়ে বিশ্বে বাংলাদেশকে আলোকিত করছে, আরেক নেত্রীর পুত্র বাংলাদেশকে কলঙ্কিত করছে
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০৮ জুলাই, ২০১৫, ০৩:২৮:১৬ দুপুর
রক্ত কথা বলে তা বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বক্তব্যে ও বিজয়ে প্রমাণ হয়েছে। অথচ নির্বাচনে টিউলিপকে হারাতে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র (তারেক রহমান) সব ধরনের চেষ্টা করেছে, এমনকি ভোটারের ওপর হামলা পর্যন্ত করেছে। আসলে এরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই বাংলাদেশের মেয়ের বিজয়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কিন্তু শত বাধাবিপত্তি পেরিয়ে টিউলিপ ১১শ’র বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। টিউলিপি সিদ্দিকীসহ নির্বাচিত তিন বাঙালী ব্রিটিশ এমপির অনেক ঘাত-প্রতিঘাত মোকাবেলা করেই চলতে হয়েছে। সত্যিই এ বিজয় আমাদের গৌরবের। যে ব্রিটিশরা আমাদের ২শ’ বছর শাসন করেছে, সেই ব্রিটিশ পার্লামেন্টে এখন আমাদের তিন কন্যা এমপি নির্বাচিত হয়েছেন। এটা পুরো দেশের গৌরব, গোটা জাতির গৌরব। তাঁরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে, দেশের মানুষকে সম্মানিত করেছে। রক্ত কথা বলে তা টিউলিপের স্বল্প সময়ে সুন্দর বক্তব্যে তা ফুটে উঠে। এত ছোট্ট মেয়ে যে কী কষ্ট করতে পারে তা নির্বাচনের সময় প্রমাণ করেছে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে সে ভোট চেয়েছে। শত প্রতিকূলতা এবং অপপ্রচার মোকাবেলা করে টিউলিপকে বিজয়ী হতে হয়েছে। টিউলিপের আন্তরিকতা, নিষ্ঠা ও কর্মদক্ষতা সত্যিই অবাক করার মতো। বাঙালী জাতি বিজয়ী জাতি। তাই বাঙালীর মাথায় যেন সব সময় বিজয়ের মুকুট থাকে এবং নির্বাচিত রুশনারা হক, রুপা হক ও টিউলিপ সিদ্দিকীর রাজনৈতিক জীবন যাতে আরও সুন্দর ও সার্থক হয় এজন্য দেশবাসীর দোয়া করা উচিত। এই উপমহাদেশ দু’শ’ বছর ব্রিটিশের গোলামী করেছে। কিন্তু আজ সময় বদলেছে। সেই ব্রিটিশ পার্লামেন্টে এখন আমাদের দেশের তিন নারী বিজয়ী হয়ে নেতৃত্বের আসনে বসেছেন। তিন বাঙালী কন্যা বাংলাদেশের ১৬ কোটি মানুষের মুখ উজ্জ্বল করেছেন। এ বিজয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্কে এক নতুন দিগন্ত উম্মোচন করেছেন। একজন নেত্রীর (শেখ হাসিনা) পরিবারের সদস্যরা মেধা-প্রজ্ঞা ও যোগ্যতা দিয়ে বিশ্বে বাংলাদেশকে আলোকিত করছেন, সম্মান এনে দিচ্ছেন। আরেকজন নেত্রীর পুত্র দুর্নীতির দায়ে লন্ডনে পালিয়ে থেকে বাংলাদেশকে কলঙ্কিত করছে, সন্ত্রাস-জঙ্গীবাদকে মদদ দিচ্ছে।
বিষয়: বিবিধ
৭৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন