গুলশান-বনানী-বারিধারায় ৮টি স্থানে হাতিরঝিলের মতো নান্দনিক সেতুতে সৌন্দর্য পরিদর্শনে স্বার্থক হবে ঢাকা সিটি
লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৮ জুলাই, ২০১৫, ০৩:২৪:৪৮ দুপুর
নগরীর নান্দনিক সৌন্দর্য ও প্রাণ খুলে নিঃশ্বাস নেয়ার স্থান বলতে বর্তমানে বহু প্রতীক্ষিত হাতিরঝিলকেই বোঝায়। আর এই হাতিরঝিল ঘেঁষা আরও একটি নান্দনিক সৌন্দর্যের স্থান হতে যাচ্ছে গুলশান লেক প্রকল্প। ২৯৮ একরের এই লেকের গুলশান-বনানী-বারিধারায় ৮টি স্থানে হাতিরঝিলের মতো নান্দনিক সেতু তৈরি করবে সরকার। গুলশান ও বাড্ডার মধ্যে একটি এবং গুলশান-২ থেকে বারিধারা যেতে একটি সেতু নির্মাণ করা হবে। নিকেতনে বিদ্যমান সেতুটি ভেঙ্গে এখানে একটি বড় সেতু তৈরি করা হবে। এছাড়া, শাহজাদপুরের ঝিলপাড়ে একটি, বনানী থেকে গুলশান-২ নাম্বারে যেতে একটি, গুলশান-১ নাম্বারে কাছে একটি, বনানী থেকে গুলশান-২ নাম্বারে যেতে একটি সেতু নির্মাণ করা হবে। চলমান প্রকল্পের মোট ৮টি সেতু নির্মাণ করা হবে। এছাড়া গুলশান-বনানী-বারিধারা এই এলাকার বিভিন্ন সংযোগ সড়ক, ডাইভারসন রোড, কালভার্ট ভেঙেও বড় সেতু তৈরি করা হবে। লেকের তলদেশের কাদা মাটি, আবর্জনা অপসারণ করে লেকের গভীরতা বৃদ্ধি করা হবে। লেকের পানি থেকে যেন গন্ধ বের না হয় সেই লক্ষ্যে ‘গ্রিন অ্যাপ্রোচ সোলার অ্যাকুয়াটিক ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপন করা হবে। ঢাকা সিটির নান্দনিক সৌন্দর্য ও প্রাণ খুলে নিঃশ্বাস নেয়ার পাশাপাশি নগরীর দূষণরোধে বর্তমান সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। গুলশান লেককে দূষণমুক্ত রাখতে সরকারের পাশাপাশি আমাদের সকলকে একসাথে এগিয়ে আসা উচিত।
বিষয়: বিবিধ
৬৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন