বাংলাদেশ এখন ভূ-অর্থনৈতিকভাবে স্বতন্ত্র ও সুবিধাজনক অবস্থায়
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৮:৩১ বিকাল

ভৌগলিকভাবে বাংলাদেশের অবস্থান দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝামাঝি। এই সুবিধা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের গতি অনেক বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রাখে। ভৌগলিক অবস্থানের বিবেচনায় বাংলাদেশ ভূ-অর্থনৈতিকভাবে স্বতন্ত্র ও সুবিধাজনক অবস্থায় রয়েছে, যা অর্থনৈতিক উন্নতির গতিকে বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে, তাই নয় এই সুবিধা কীভাবে কাজে লাগানো যায়, দেশটির বর্তমান নেতৃত্ব তা জানে এবং তা করতেও চায়। বাংলাদেশের জন্য সত্যিই এটা বিরাট এক সুযোগ। বাংলাদেশ তাদের বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে অধিকাংশ সমস্যা মিটিয়ে ফেলে উন্নয়নে মনোযোগ কেন্দ্রীভূত করেছে, যা সারা বিশ্বের প্রশংসা পেয়েছে। বাংলাদেশের উপর দিয়ে যে বাণিজ্য হবে, তা থেকে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। বাংলাদেশের উপর দিয়ে ভারতের মূল ভূখণ্ড ও উত্তর-পশ্চিম অংশের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহন থেকেও কম টাকা আসবে না। বাংলাদেশের অবকাঠামো ও পণ্য উৎপাদন খাতে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ টানার সুযোগ করে দেবে যা দক্ষিণ এশিয়ার মধ্যে দেশকে সবচেয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন