স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হেলথ কার্ড হচ্ছে
লিখেছেন লিখেছেন আবডুল রহমান ০৮ অক্টোবর, ২০১৫, ০৪:১৮:২২ বিকাল
বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করে। সীমিত সম্পদ নিয়ে এগিয়ে যাওয়া উন্নয়নশীল দেশে সকল নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে অনেক উন্নত দেশের চেয়েও স্বাস্থ্য খাতে এগিয়ে বাংলাদেশ। সাধারন মানুষের চিকিৎসা সেবাকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রতিটি ইউনিয়নে কমিউনিটি হাসপাতাল চালু করেছে বর্তমান সরকার। বিভিন্ন রোগের সেবা নিয়ে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কাজ করছে। তারই ধারাবাহিকতায় এবার হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ডের আওতায় দেশের সব ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা পর্যায়ের সরকারী হাসপাতাল ও সরকারী মেডিক্যাল কলেজ থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করা যাবে। হেলথ কার্ড হলে সর্বসাধারন ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবার সুযোগ নিশ্চিত হবে।
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন