এ কি বঙ্গবন্ধুর অপমান, নাকি শুধু একজন মুক্তিযোদ্ধার অপমান ??
লিখেছেন লিখেছেন জলন্ত শিখা ০৮ জুলাই, ২০১৫, ০৪:০৯:০৩ বিকাল
আজ আমি বাকরুদ্দ হয়ে গেছি !! আজ কেনো যেনো মনে হচ্ছে বাংলাদেশ স্বাধীন না হয়ে পরাধীন থাকলে হয়তো পৃথিবীর এত বড় ন্যাক্কার জনক ঘটনা ঘটতো না। বাংলা মায়ের বীর ধামাল সন্তানেরা,বঙ্গবন্ধুর বীর মুক্তি সৈনিকেরা,আজ হয়তো একজন সামান্য সচিবের হাতে গলা ধাক্কা খেতো না।
কতটা যন্ত্রনা পেলে একটা মানুষ আত্যহত্যা করে ???
এর উত্তর হয়তো আমার জানা নেই। কিন্তু এতটুকু বুঝি,যখন একটা মানুষের কোনো কূল কিনারা থাকেনা, অনেক ত্যাগের পর ও নাম মাত্র সন্মান টুকু পায়না,তখনই হয়তো আত্যহত্যা নামক যন্ত্রনার সাধ গ্রহন করে।
আজকের এই গলা ধাক্কা খাওয়ার জন্যই কি ৯ মাস যুদ্ধ করেছিলো ??
নাকি মন্ত্রনালয় গুলো সচিবদের টাক কামানোর আক্রায় পরিনতো করার জন্য বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলো । না কোনোটাই তিনি চাননি, তবে কেনো আজ সচিব দের এত স্পর্ধা ??
তার মানে কি ধরে নিবো, নামে স্বাধীন বাংলা পলেও এ দেশের সচিবালয় গুলো পরাধীনই রয়ে গেছে ??
আর যদি সেটাও না হয়, তা হলে কেনো সিলেটের ষাটোর্ধ্ব বয়সি মুক্তিযোদ্ধা আইয়ুব খাঁনকে তার দেয়া টাকা চাইতে গেলে অপমান করে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে ?? ব্যচারা অপমান সহ্য করতে না পেরে আত্যহত্যা করেছে। এ অপমান কি বঙ্গবন্ধুর অপমান নয় ?? আত্যহত্যার আগে অনেক অভিমান নিয়ে ছোট্ট একটা চির কুট লিখে গছেন "
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের
চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট
ঘোষণার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক
মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানকে
টাকা দিয়েছিলাম। টাকা দিয়ে
বারবার আবেদন করার পরও তিনি দক্ষিণ
জেলা ইউনিট ঘোষণা করেননি। তাঁর
বাসায় গিয়ে টাকা ফেরত চাইলে
তিনি গলাধাক্কা দিয়ে অপমান করে
বের করে দেওয়ায় আমি আত্মহত্যা
করলাম। আমার লাশটা যেন ঢাকায়
দাফন করা হয়। "
একটা মানুষ কখনো মরার আগে মিথ্যা কথা বলে না।
আজ কোথায় গোলো শাহবাগের দেশ প্রেমিক ভাইরা ?? আপনারা আজ যদি মুখ বুজে থাকেন, তাহলে আপনাদের সেই মুক্তমঞ্চের অপমান হবে। আপনারা এর আগে প্রমান করেছেন,স্বাধীনতার অপশক্তি কে কি ভাবে সায়েশ্তা করতে হয়। আর এক বার প্রমান করুন,বীর মুক্তিযোদ্ধাদের অপমানের (এটাকে খুনই বলা যায়) কি কঠিন শাস্তি হতে পারে ?? দয়া করে কেউ চুপ থাকবেন না।
সেই সাথে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আসুন আমরা সবাই, আবেদন জানাই,তিনি যেন তার পিতার সৈনিকের হত্যার বদলা কঠোর হাতে নেন। ।।
বিষয়: বিবিধ
১৪৪৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রহিম ভাই এর সাথে সহমত
#এ,এস,ওসমান #নুর আয়শা আব্দুর রহিম
মুক্তিযুদ্ধের চেতনা,
তুমি আর কেঁদনা |
মুক্তিযোদ্ধা গলা ধাক্কা খাবে ,
অপমানে, অনাহারে মারা যাবে |
রাজাকার বেয়াই মন্ত্রিত্ব পাবে,
মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট নেবে,
সচিবগণ, সরকারের দালালি করবে |
না হয় দু'একটা মুক্তিযোধ্দা মরবে,
এই ডিজিটাল বাংলায় তাতে কি এসে যাবে |
এই বুঝি ছিল কপালে লেখা বেদনা!
হায় আল্লাহ, সহেনাতো আর এই যাতনা,
কোন ভোরে এই চেতনার অবসান হবে?
মন্তব্য করতে লগইন করুন