ছবির অপব্যবহার

লিখেছেন লিখেছেন জলন্ত শিখা ০৯ জুলাই, ২০১৫, ০১:৩২:২৬ দুপুর

কিছুদিন আগে জাতীয় পার্টীর এরসাদ কাক্কু একখান কথা কইছিলো, যে "সংসদের নারীরা শোপিস"

কথাটা উনি ভুলই বলেছিলে,ওনার বলা উচিত ছিলো,সংসদীয় কমিটির সকল সদাস্যরা,এমপি,মন্ত্রী সহ তিনি ও শোপিস,,,,,

কারন,আজকাল রাস্তা ঘাটে হাটলে একটা জিনিস লক্ষ করে দেখবেন, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান,শেখ হাসিনা,খালেদাজিয়া সহ বাংলাদেশের উচ্চ পর্যায়ের নেতাদের কে জড়িয়ে একটা রাস্তার ছেলে ও ব্যানার দেয় ।

কিন্তু কেন ?? আমি একদলকে সমার্থন করি বিধায় কি আমি সেই দলের অনেক কিছু হয়ে গেছি ??

অনেক সময় দেখি জিবনে কোনো দিন স্কুলের বারান্দায় ও যায়নী, অথচ এরা ছাত্র রাজনীতি করে !!

বিয়া করেছে, বাচ্চা আছে তারাও নাকি ছাত্র নেতা। ।

আর ঠিক এ কারনেই আমাদের দেশের ছাত্র রাজনীতির এই করুন দশা ! একটা টোকাই যখন বঙ্গবন্ধু, জিয়াউর রহমান কে পেচিয়ে একটা ব্যানার দেয়, তখন তার ফিলিংসটা থাকে এ রকম, যে তখন উনিই ঐ এলাকার ডন। আর তখন তার দারাই সংগঠিত হয়,খুন, রাহাজানি, সন্ত্রাশি,চাঁদাবাজির মত নানা রকমের অসামাজিক কার্যকলাপ। তখন কিন্তু মানুষ তাকে যতটা না খারাপ বলে,তার চেয়ে বেশি খারাপ বলে ঐ নেতা কে, যাকে নিয়ে সে ব্যানার দিয়েছিলো। এরা আসলে সমাজের কীট,এরা কোনোদিন দেশকে কিছু দিতে পারে না।

কিছুদিন আগে আমাদের দেশে ডেসটিনি নামে একটা ভন্ডামি ছিলো । যেখানে কাজ করতো গুরে বেড়ানো কিছু ছেলেময়ে,দিনমজুর,শ্রমিক এ টাইপের কিছু লোক। যার বেশির ভাগই অশিক্ষিত। শিক্ষার "শ" ও তাদের মাঝে ছিলো না। তবে মানুষ কে ঠকানো,ভাল লোকের বেশ ধরে,টাই পরে, ইন করে কি ভাবে মানুষ কে ধোকা দেওয়া যায়, সেটা তারা ভাল করেই যান তো। তখন কার সময় টাই পরা লোক দেখলেই,মানুষ ভাবতো এটাই ডেসটিনি । তাকে নিয়ে কতনা হাসাহাসি করতো মানুষ।

তাই আমাদের দেশের উচ্চ নেতাকর্মীদের এখন থেকে সচেতন হওয়া উচিত। নিজেকে অন্যের হাতের সোপিচ হতে দেওয়াটা মনে হয় ঠিক হবে না। আর ছবি দেওয়ার ক্ষত্রে মনে হয় সাধারন একটা নিতী মালা থাকা খুবই প্রয়জন। ।।

বিষয়: রাজনীতি

১২৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329343
০৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো।অনেক ধন্যবাদ
329352
০৯ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৫
জলন্ত শিখা লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ #মিনহাজুল ইসলাম
মোহাম্মদ মাছুম
329384
০৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
এ,এস,ওসমান লিখেছেন : কথায় যুক্তি আছে আপনার
329401
০৯ জুলাই ২০১৫ রাত ০৯:২৯
জলন্ত শিখা লিখেছেন : ধন্যবাদ আপনাকে #এ,এস,ওসমান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File