পথ শিশুদের ঈদ
লিখেছেন লিখেছেন জলন্ত শিখা ০৫ জুলাই, ২০১৫, ০১:৫০:৪০ দুপুর
সামনে আসছে মুসলমানদের সব থেকে
বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ
কে সামনে রেখে আমরা কতইনা
কেনাকাটা করছি,কত টাকাই না
নিজের জন্য ব্যয় করছি। নিজের
আত্বীয় স্বজন কি ভাবে ঈদ করবে
তার খোজ খবর প্রতিদিনই নিচ্ছি।
কিন্তু কেমন কাঁটবে
বাংলাদেশের পথ শিশুদের ঈদ ?? কে
দিবে তাদের একটি নতুন জামা
কিনে? হয়তো বা কেেউ আবার কেউ
না !!
প্রতি বসর ঈদে যে কয়টা
প্রতিষ্ঠান নতুন জামা কাপড়
বিতারন করে, তা নামে মাত্র। কতো
জন কে দিতে পারে তারা। হয়তো 100
অথবা এক হাজার ।
কিন্তু বাংলাদেশে হাজার
হাজার পথ শিশু আছে,যারা এই খুশির
দিনেও নিজের খাবার জোগাড়েই
ব্যাস্ত থাকে। আনন্দটা যেন
আল্লাহ তাদের জন্য দেয়নী ।
ঐ দিন ও তারা খাবার জোগাড়ে
ব্যস্ত থাকে,কারন পরের বেলা
নয়তো না খেয়ে থাকতে হবে "! তাই
বোধহয় আনন্দটা তাদের বুকে বাসা
বাধে না।
সত্যিকি তাদের সাধ আল্লাদ নেই ?
অবস্যই আছে, তবে বুকের ভেতরের
প্রাচির ভেদ করে বাহিরে বের
করার ক্ষমতা তাদের নেই। থাকবেই
বা কেমন করে,এক বেলা খাবার
জোগাড় করতে যাদের একশ জনের
কাছে হাত পাততে হয়,তাদের আবার
নতুন জামা,আবার ঈদ। (অকল্পনীয়),,
আমরা কি পারি না এদের জন্য কিছু
করতে ?? সম্মেলিতো হবার কোনো
প্রয়জন নেই । আপনি আপনার মতো
করে,সাইকে না, যে কোনো একজন কে
- একটি শার্ট / টি-শার্ট, নয়তো
একটি প্যান্ট অথবা এক জোড়া
জুতা কিনে দিতে। তহলে হয়তো
খুশির ঐ দিনটিতে কারো মুখে
কষ্টের চিহ্ন টুকো আমাদের
দেখতে হবে না।
তাই সবাই কে অনুরোধ করবো, অাসন্ন
ঈদে আমরা সবাই আমাদের সাধ্য
অনুযায়ী আমাদের প্রতিবেশি কোন
গরীব কে সাহায্য করি। যাতে ঈদের
খুশি সবাই একসাথে ভাগ করে নিতে
পারি !!
পোষ্টটি শেয়ার করার জন্য
অনুরোধ রইলে,,,,,,,
বিষয়: Contest_priyo
১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন