- এই গম সেই গম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জুলাই, ২০১৫, ১২:৩৬:১৯ দুপুর
গমটা কম ভালো কম খান
টম করে কেন সবে চিল্লান!
কোনটাইবা ভালো বলুন এই দেশে
গমটাতো এনেছিলাম ভালোবেসে।
এই গম সেই গম ভেবেছিলাম
খেয়ে দম বাড়াতে চেয়েছিলাম
ভাবুনতো কেমন খেলে অস্কার!
মার্সেলো, উইলিয়ান, নেইমার।
মাথাটা টাক আমার চুল নাই
দেখতে উরাঝুরা বুঝি ভাই
তাই বলে মিছেমিছি হৈচৈ!
বলুনতো এই গম পাবেন কৈ?
ফুটবলের কি দশা জানেনতো
উন্নতিটা দরকার মানেনতো।
তাহলে গম খান ব্রাজিলের
মিছে কান দেবেননাতো ফাজিলের।
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন