একজন ইসলামী গবেষক লিখেছেন এই কথাগুলো ইসলামের শত্রুদের দ্বারা ঢুকানো হয়েছে ইসলামে!!!

লিখেছেন লিখেছেন মুসলমান ০৫ জুলাই, ২০১৫, ০২:১১:৫০ দুপুর

চার মাযহাবের কোন একটির তাকলীদ করা(অন্ধঅনুসরণ) করা অবশ্য কর্তব্য (ফরজ)। মাযহাবের তাকলীদ না করে আপন আপন খেয়াল-খুশির মত চলা বৈধ নয়।

(সূত্র- আল-মুখতাসারুল কুদুরী, আরাফাত পাবলিকেশন্স, ২০০১ সালের নতুন সংস্করণ, জানুয়ারী ২০০৮ এ প্রকাশিত, পৃষ্ঠা-১২।

শরহে বেকায়া, আরাফাত পাবলিকেশন্স, ৩য় সংস্করণ, সেপ্টেম্বর-২০০৬, পৃষ্ঠা-৮।

হেদায়া, আরাফাত পাবলিকেশন্স, ২য় প্রকাশের পূনঃমৃদ্রণ, মে ২০০৫ইং, পৃষ্ঠা-৫০)।

১ম ও দ্বিতীয় যুগের (হিজরী ৭ম শতাব্দির মাঝামাঝি সময়) মুজতাহিদগণ এমন একটি পূর্ণাঙ্গ ফিকাহশাস্ত্র দান করিয়া গিয়াছেন যাহাতে মানব জীবনের প্রত্যেকটি সমস্যারই সমাধান রহিয়াছে।...........অতএব এখন ইজতিহাদ(গবেষণা) করার অর্থ জ্ঞাত বিষয়কে জানার চেষ্টা করিয়া সময় ও শক্তির অপচয় ব্যতিত অন্যকিছু হইবে না!

(হেদায়া, আরাফাত পাবলিকেশন্স, ২য় প্রকাশের পুণঃমুদ্রণ, মে ২০০৫, পৃষ্ঠা-৫০)

হে মুসলিম আর কুরআন নিয়ে গবেষণা করিও না। শুধু ফিকাহশাস্ত্র পড়িয়া যাও আর মেনে চল। সেখানেই যাহাই থাকুক! উহা কাহারা লিখিয়াছে বা কোন অমুসলিম বিকৃত করিয়াছে কি-না তাহা জানিয়া তোমার কাজ নাই!!!

৭ম স্তরের আলেমগণের (ঈমাম বুখারী, আওযায়ী, সাওরী, আলবানী ইত্যাদি ব্যাক্তিবর্গের চেয়ে নিম্নমানের আলেমগণ) কোন মাসাআলার মধ্যে পার্থক্য করার ক্ষমতা নাই! ভাল-মন্দের মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা তাদের নাই! তাঁহারা শুধু মাসআলা শিক্ষা করিয়া থাকেন। ফতোয়া দেয়া তাদের জন্য জায়েজ নাই। তাঁহারা শুধু ইতিহাসের মতো মাসআলা বর্ণনা করিতে পারিবেন।

(হেদায়, আরাফাত পাবলিকেশন্স. ২য় প্রকাশের পুণঃমুদ্রণ, মে-২০০৫, পৃষ্ঠা-৫২)

এরকম আরো অনেক ভয়ঙ্কর জিনিস পড়ানো হয় মাদ্রাসার সিলেবাসে। কুরআনে বর্ণিত আকল( কমন সেন্স) দিয়ে এরা চিন্তা গবেষণা করে না! একথাগুলো কুরআনের বিপরীত কি-না!!!

বিষয়: বিবিধ

১৫৬২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328736
০৫ জুলাই ২০১৫ দুপুর ০২:২১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নারে ইসলাম থেকে খারিজ করে দেওনের আশংকা রয়েছে! সাবধানে কইয়েন!
০৫ জুলাই ২০১৫ দুপুর ০২:৩১
270971
মুসলমান লিখেছেন : মুসলমানদের কুরআন থেকে দূরে রাখার আর কুরআন নিয়ে গবেষণা না করার জন্য কতভাবে উৎসাহিত করা হয়েছে। আর ফিকাহশাস্ত্রকে কুরআনের মতোই করে মানতে বলা হয়েছে। হেদায়ার ভূমিকাতে লেখা আছে- এই কিতাব কূরআনের মতোই নির্ভূল!!!) ইসলামের শত্রুরা জানে কুরআন থেকে দূরে সরাতে পারলেই মুসলিমদের অধঃপতন নিশ্চিত! সেটাই করার চেষ্টা বাদ রাখে নাই এরা।
328759
০৫ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
ইসলাম কে সিমাবদ্ধ করাই এদের ইচ্ছা!
০৬ জুলাই ২০১৫ সকাল ১০:৩৪
271062
মুসলমান লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান। আমাদের পড়তে হবে চিন্তা করতে হবে ভাবতে হবে গবেষণা করতে হবে। কুরআনে বর্ণিত আকল(কমন সেন্স) কে কাজে লাগাতে হবে।
328772
০৫ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০০
দুষ্টু পোলা লিখেছেন : আপনি সিওউর?
০৬ জুলাই ২০১৫ সকাল ১০:৩৪
271063
মুসলমান লিখেছেন : পড়ুন বুঝুন চিন্তা করুন। আকল(কমন সেন্স) কে কাজে লাগান।
328773
০৫ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
বেদনা মধুর লিখেছেন : তাকলিদ মানে অনুস্মরণ। কিন্তু অন্ধ শব্দটা যোগ করলেন কেন?
অন্ধ অনুস্মরণ বলা হয় এক অন্ধ আরেক অন্ধের অনুস্মরণ করলে। অন্ধ যদি চোখ বিশিষ্ট মানুষের অনুস্মরণ করে সেটাকে অন্ধ অনুস্মরন বলে না।
দুনিয়ার অধিকাংশ মানুষ কোরান হাদিস পড়ে তার অর্থ করতে পারে না। তাঁকে আপনি বলছেন কোরান হাদিস দেখে চলতে?
মাথা আছে মগজ নাই।
ইজতিহাদ আর করতে হবে না এই মিথ্যা কথাটা কেন বললেন? কে বলেছে আপনাকে আহলে হাদিস?
আহলে হাদিস যদি মিথ্যা বলা হালাল মনে করে তাহলে মা আসসালামাহ
০৬ জুলাই ২০১৫ সকাল ১০:৩৫
271064
মুসলমান লিখেছেন : মগজের হেলমেট খুলে ফেলুন। চোখ খুলে দেখুন। পড়ুন। বুঝুন চিন্তা করুন। মগজে হেলমেট পড়ে থাকলে আর চোখে ঠুলি পরে থাকলে বিপদ আছে।
১০ জুলাই ২০১৫ সকাল ০৫:৪২
271745
বেদনা মধুর লিখেছেন : আবারও গাধার মত কথা বললেন।
২২ জুলাই ২০১৫ দুপুর ১২:১১
273313
মুসলমান লিখেছেন : গালি-গালাজ করবেন না। যদি মুসলিম হন। কে গাধা আপনি?
328824
০৬ জুলাই ২০১৫ সকাল ১১:২৬
ছালসাবিল লিখেছেন : অনেক সুন্দর একটি বিষয় তুলে এনেছেন। জাজাকাল্লাহ মুসলিম ভাই।
কোরাআন ও হাদীস থেকে মুসলিমদের কে দুরে রাখতে পারলেই অমুসলিমদের কষ্ট সার্থক। আর এজন্য কিছু আলেম নামের নামধারী আছে যারা আবার এগুলোকে কোরআন ও হাদীস দিয়ে প্রমান করতে চায়। আশ্চর্য ব্যাপার হাহাহা।

আল্লাহ হেদায়াত দাতা আমীন।
০৬ জুলাই ২০১৫ সকাল ১১:৫৫
271074
মুসলমান লিখেছেন : আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমীন।
328827
০৬ জুলাই ২০১৫ দুপুর ১২:৫২
আবু জান্নাত লিখেছেন : যত্তসব পাগলামী
০৬ জুলাই ২০১৫ দুপুর ০২:৩১
271084
মুসলমান লিখেছেন : ???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File