হযরত মুহাম্মদ (সাঃ) থেকে আদম (আঃ) পর্যন্ত পূর্বপুরুষগণের তালিকা।

লিখেছেন লিখেছেন মুসলমান ১৯ জুলাই, ২০১৬, ১১:৪০:৪২ সকাল

এক জায়গায় পাইলাম।

কিন্তু আমার কাছে সব সঠিক মনে হল না। আমরা জানি হযরত ইব্রাহীম(আঃ) এর পিতার নাম আযর আর এখানে লেখা তারক!

হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)

তাঁহার পিতা আব্দুল্লাহ,

তাঁহার পিতা আব্দুল মোত্তালিব,

তাঁহার পিতা হাসিম,

তাঁহার পিতা আব্দ মানাফ,

তাঁহার পিতা কুছাই,

তাঁহার পিতা কিলাব,

তাঁহার পিতা মুরাহ,

তাঁহার পিতা কা’ব

তাঁহার পিতা লুই,

তাঁহার পিতা গালিব,

তাঁহার পিতা ফাহর,

তাঁহার পিতা মালিক,

তাঁহার পিতা আননাদর,

তাঁহার পিতা কিনান,

তাঁহার পিতা খুজাইমা,

তাঁহার পিতা মুদরাইকা,

তাঁহার পিতা ইলাস,

তাঁহার পিতা মুদার,

তাঁহার পিতা নিজার,

তাঁহার পিতা মা’দ,

তাঁহার পিতা আদনান,

তাঁহার পিতা আওয়াদ,

তাঁহার পিতা হুমাইসা,

তাঁহার পিতা সালামান,

তাঁহার পিতা আওয,

তাঁহার পিতা বুয,

তাঁহার পিতা কামওয়াল,

তাঁহার পিতা ওবাই,

তাঁহার পিতা আওয়ান,

তাঁহার পিতা নাসিদ,

তাঁহার পিতা হিযা,

তাঁহার পিতা বালদাস,

তাঁহার পিতা ইয়াদলাফ,

তাঁহার পিতা তাবিখ,

তাঁহার পিতা জাহিম,

তাঁহার পিতা নাহিস,

তাঁহার পিতা মাখি,

তাঁহার পিতা আ”য়েফ

তাঁহার পিতা আবকার,

তাঁহার পিতা উবাইদ,

তাঁহার পিতা আদ দাহা,

তাঁহার পিতা হামদান,

তাঁহার পিতা সানবার,

তাঁহার পিতা ইয়াসরিবি,

তাঁহার পিতা ইয়াহজিন,

তাঁহার পিতা ইয়ালহান,

তাঁহার পিতা ইরাওয়া,

তাঁহার পিতা আইযি,

তাঁহার পিতা যিশান,

তাঁহার পিতা আইছার,

তাঁহার পিতা আফনাদ,

তাঁহার পিতা আইহাম,

তাঁহার পিতা মুকাসির,

তাঁহার পিতা নাহিস,

তাঁহার পিতা যারিহ,

তাঁহার পিতা সামি,

তাঁহার পিতা মায্যি,

তাঁহার পিতা ইওয়াদ,

তাঁহার পিতা ইরাম,

তাঁহার পিতা হিদার,

তাঁহার পিতা হযরত ইসমাইল (আঃ),

তাঁহার পিতা হযরত ইবরাহিম (আঃ),

তাঁহার পিতা তারক

তাঁহার পিতা নাহুর,

তাঁহার পিতা সারুয,

তাঁহার পিতা রা’উ,

তাঁহার পিতা ফাহিয,

তাঁহার পিতা আবীর,

তাঁহার পিতা আফরাহশাদ,

তাঁহার পিতা সা’ম,

তাঁহার পিতা হযরত নূহ (আঃ),

তাঁহার পিতা লামিক,

তাঁহার পিতা মাতু সালিখ,

তাঁহার পিতা হযরত ঈদ্রীস (আঃ),

তাঁহার পিতা ইয়ারিদ,

তাঁহার পিতা মালহালিল,

তাঁহার পিতা কিনান,

তাঁহার পিতা আনস,

তাঁহার পিতা হযরত শীস (আঃ),

তাঁহার পিতা হযরত আদম (আঃ)

বিষয়: বিবিধ

১৫৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374933
১৯ জুলাই ২০১৬ সকাল ১১:৫১
হতভাগা লিখেছেন : কাবিল আর হাবিল ছাড়া আদম (আঃ) এর আরও পূর্ত সন্তান ছিল ?
১৯ জুলাই ২০১৬ দুপুর ০৩:৫৮
310977
মুসলমান লিখেছেন : জি অনেক সন্তান ছিল।
374965
১৯ জুলাই ২০১৬ রাত ০৯:০১
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
374972
১৯ জুলাই ২০১৬ রাত ১০:০৪
দ্য স্লেভ লিখেছেন : রসূল(সাঃ)তার জবানে নিজের যে বংশ তালিকা বলেছেন,সেখানে তিনি আদনান পর্যন্ত বর্ণনা করেছেন। আর ইব্রাহিত(আঃ)পর্যন্ত বর্ননা সঠিক। এর পূর্বের ইতিহাস ধুয়াশাপূর্ণ। আল্লাহ আলকুরআনে বলেন --তিনি নূহ(আঃ)এর পর বহু জনপদ ধুলিস্মাত করেছেন। নূহ এর পর একটা বড় গ্যাপ রয়েছে যা ইতিহাসে নেই। এখনও পর্যন্ত মানুষের যেসব কঙ্কাল পাওয়া গেছে তা ৮০ হাজার বছরের পুরোনো। কিন্তু এইসব বংশ তালিকা অনুযায়ী অঅদম(অঅঃ)এসেছিলেন মাত্র ৫ হাজার বছর পূর্বে। অতএব ইব্রাহিম(অঅঃ)এর উপর থেকে প্রথম পর্যন্ত বর্ণনা সঠিক নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File