- সব কথা যায়না বলা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জুলাই, ২০১৬, ০১:২৯:৪৩ দুপুর

চারিদিকে হাঙ্গামা ঠুসঠাস ঠুস

কোন দিকে যায় বলো, না পাই হুস।

গুলশান, শোলাকিয়া জঙ্গির ভয়

কেউ যেন কোথাও আর নিরাপদ নয়।

রামপালে বিদ্যুৎ সরকারি পণ

কেউ দেখে, দেখেনা কাঁদে সুন্দরবন।

মন্দিরে ভাঙচুর, পুরোহিতের ঘাড়ে

কোপাকোপি চলছে পাইকারী হারে।

কতো ইসু যায় আসে থাকেকি আর মনে

রিজার্ভ লুট চাপা গেছে তনুর সম্ভ্রমে।

গন্ডামারার খবরকি আর পত্রিকায় আসে?

বাবুল আক্তার কোণঠাসা কেউ নাই পাশে।

লিখে আর কাজ নাই জাতীয় ইস্যু

পত্রিকা পড়া হলে ছুড়ে ফেলি টিস্যু।

দেখি যা পড়ি তার ঠিক বিপরীত

মিডিয়ার সাথে চলে সরকারী পিরিত।

লিখে আর কাজ নাই পাছে আছে ভয়

চাচা আপন প্রাণ বাঁচা কেউ কারো নয়।

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374940
১৯ জুলাই ২০১৬ দুপুর ০২:১২
হতভাগা লিখেছেন : ফিউচার পার্কে নাকি আসছে নতুন ইস্যু

আপনার কাছে এ বিষয়ে তথ্য আছে কিছু ?

২০ তারিখ আল্টিমেটাম ছিল জঙ্গিদের

এটা নিয়ে প্রস্তুতি কেমন পুলিশ-বিজিবিদের ?

বেসরককারী ইউনিতে অনেক বেশী Cost

এখন দেখি তারাই করছে সবার মাথা নষ্ট
১৯ জুলাই ২০১৬ দুপুর ০৩:২৩
310975
কুয়েত থেকে লিখেছেন : আপনার কাছে কি এ বিষয়ে তথ্য কিছু আছে বুঝি..?

১৯ জুলাই ২০১৬ রাত ০৯:৫৫
311002
হতভাগা লিখেছেন : নাইরে ভাই , সেই কারণেই ব্লগে এসে খুঁজি
২০ জুলাই ২০১৬ রাত ০২:২৭
311007
বাকপ্রবাস লিখেছেন : হতভাগা সব জানে
তথ্য বাবার কল্যাণে
আমরা মিছে ইস্যুর পিছে
ঘুরতে থাকি হমানে
২০ জুলাই ২০১৬ সকাল ০৮:৪১
311017
হতভাগা লিখেছেন : কিছু একটা হতে পারে, সজাগ থাকুন: সৈয়দ আশরাফ (http://www.amardeshonline.com/pages/details/2016/07/20/345012#.V47j7NJ96M8)

দেশের বাজবে বারোটা , থাকবে না কিছু-সব সাফ

০৮ আগস্ট ২০১৬ রাত ১১:০১
311803
কুয়েত থেকে লিখেছেন : ব্লগেতো সব আমাদের মতো নিরিহ লোক জন এখানে খুঁজলেইকি পাওয়া যাবে ভাই
374945
১৯ জুলাই ২০১৬ দুপুর ০৩:২১
কুয়েত থেকে লিখেছেন : গুলশান শোলাকিয়া জঙ্গির ভয় কেউ যেন কোথাও আর নিরাপদ নয়। প্রবাসে আমরা কিন্তু নিরাপদ। ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ জুলাই ২০১৬ রাত ০২:২৮
311009
বাকপ্রবাস লিখেছেন : অনেক ধন্যবাদ কুয়েত থেকে, ভিসা দেখেন একটা কুয়েত যামু
০৮ আগস্ট ২০১৬ রাত ১১:০২
311804
কুয়েত থেকে লিখেছেন : আহ্লান ওয়া সাহলান এসে যানGood Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File