- সব কথা যায়না বলা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জুলাই, ২০১৬, ০১:২৯:৪৩ দুপুর
চারিদিকে হাঙ্গামা ঠুসঠাস ঠুস
কোন দিকে যায় বলো, না পাই হুস।
গুলশান, শোলাকিয়া জঙ্গির ভয়
কেউ যেন কোথাও আর নিরাপদ নয়।
রামপালে বিদ্যুৎ সরকারি পণ
কেউ দেখে, দেখেনা কাঁদে সুন্দরবন।
মন্দিরে ভাঙচুর, পুরোহিতের ঘাড়ে
কোপাকোপি চলছে পাইকারী হারে।
কতো ইসু যায় আসে থাকেকি আর মনে
রিজার্ভ লুট চাপা গেছে তনুর সম্ভ্রমে।
গন্ডামারার খবরকি আর পত্রিকায় আসে?
বাবুল আক্তার কোণঠাসা কেউ নাই পাশে।
লিখে আর কাজ নাই জাতীয় ইস্যু
পত্রিকা পড়া হলে ছুড়ে ফেলি টিস্যু।
দেখি যা পড়ি তার ঠিক বিপরীত
মিডিয়ার সাথে চলে সরকারী পিরিত।
লিখে আর কাজ নাই পাছে আছে ভয়
চাচা আপন প্রাণ বাঁচা কেউ কারো নয়।
বিষয়: বিবিধ
৯৫০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কাছে এ বিষয়ে তথ্য আছে কিছু ?
২০ তারিখ আল্টিমেটাম ছিল জঙ্গিদের
এটা নিয়ে প্রস্তুতি কেমন পুলিশ-বিজিবিদের ?
বেসরককারী ইউনিতে অনেক বেশী Cost
এখন দেখি তারাই করছে সবার মাথা নষ্ট
তথ্য বাবার কল্যাণে
আমরা মিছে ইস্যুর পিছে
ঘুরতে থাকি হমানে
দেশের বাজবে বারোটা , থাকবে না কিছু-সব সাফ
মন্তব্য করতে লগইন করুন