শফি হুজুরের তেতুল তত্বের বৈজ্ঞানিক প্রমাণ!!!

লিখেছেন লিখেছেন মুসলমান ২৭ মার্চ, ২০১৬, ০২:৫১:৩৩ দুপুর

সুন্দরী নারী দেখলে মুখে লালা আসে পুরুষের! ইসলামের বিধান মতে পর্দা ফরজ কেন এবার বুঝুন!

বিজ্ঞানীরা প্রতি মুহূর্তে নিত্য নতুন গবেষণা করছেন। গবেষণার ফলাফলে বেরিয়ে আসছে বিস্ময়কর সব তথ্য। এরকমই নতুন একটি গবেষণায় দেখা গেছে, সুন্দরী নারীর সাথে কথা বলার সময় পুরুষের মুখের লালাগ্রন্থিতে ব্যাপক পরিবর্তন ঘটে।

গবেষণায় পাওয়া গেছে, মেয়েদের সাথে এমনকি সামান্যতম ছলাকলা করার সময়ও ছেলেদের লালা ঝরতে শুরু করে। এবং ছেলেরা মেয়েদের যত বেশি আকৃষ্ট এবং মুগ্ধ করার চেষ্টা করে তাদের লালার পরিমাণ তত বাড়তে থাকে।

আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা পুরুষের হরমোনের প্রতিক্রিয়ার উপরে এই পরীক্ষা করেন। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাদেরকে অল্প সময়ের জন্য তরুণ ছেলে এবং মেয়েদের সাথে কথা বলতে দেয়া হয়।

অংশগ্রহণকারীদের প্রত্যেকেই বিশ-একুশ বছর বয়সি। পরীক্ষার আগে এবং পরে তাদের লালার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফলে দেখা যায়, সুন্দরী মেয়েদের সাথে মাত্র ৫ মিনিট কথা বলার পরই ছেলেদের লালা ক্ষরণের মাত্রা বেড়ে যায় উল্লেখযোগ্য হারে।

কিন্তু ছেলেরা যখন অন্য ছেলেদের সাথে কথা বলে তখন লালা ক্ষরণ হয় না। শুধু তাই না, মেয়েদের সাথে কথা বলার সময় ছেলেদের যে লালা ক্ষরণ হয় তাতে প্রচুর পরিমাণ পুরুষদের যৌন হরমোন টেসটসটেরনের উপস্থিতি পাওয়া গেছে।

তবে সবচেয়ে মারাত্মক পরিবর্তন টের পাওয়া যায় যখন ছেলেরা মেয়েদের মুগ্ধ করার চেষ্টা করে। শিকাগোর ইন্সটিটিউট অব মাইন্ড এন্ড বায়োলজি বিভাগের বিশেষজ্ঞ ডক্টর জেমস রনি এই গবেষণাটি পরিচালনা করেছেন।

তিনি বলেন, ‘আমি এটা বলবো না যে, মেয়ে দেখলে পুরুষরা লোল পড়তে শুরু করে, তবে তাদের লালা ক্ষরণে স্পষ্ট পরিবর্তন হয়। একটা নারীর সাথে কথা বলার সময় তাদের শরীরে টেসটসটেরন হরমোনের মাত্রা বেড়ে যায়। ব্যাপারটা ঘটে মস্তিষ্ক এবং লালাগ্রন্থির স্বয়ংক্রিয় কার্যক্রমে।’

এই গবেষণাতে অংশগ্রহণকারীদের বিপরীত লিঙ্গের প্রতি জিজ্ঞাসাবাদ করে কুইজ নেয়া হয়। তারা কি ধরনের সঙ্গী পছন্দ করেন এবং আকর্ষণীয় মনে করেন সেটাই হচ্ছে কুইজের প্রশ্ন। মেয়েদেরকেও ছেলেদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে পরীক্ষায় যে মেয়েরা অংশ নিয়েছিল তারা কেউ সুপার মডেল ধরনের বা অতিসুন্দরি কেউ না। ফলে নিশ্চিত হওয়া গেছে যে, ছেলেদের মুখে পানি আনানোর ক্ষমতা মেয়েদের রয়েছে। এই গবেষণার ফলাফলটি ইভোলুশান এন্ড হিউম্যান বিহেভিয়ার জার্নালে প্রকাশিত হয়েছে।

লিংক-

http://www.obakkando.com/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87-%E0%A6%B2/

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363779
২৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:০৫
হতভাগা লিখেছেন : সুস্বাদু খাবারের কথা স্মরন করলেও তো জিভে জল আসে ।

মেয়েদের সাথে কথা বলার সময় কি টেস্টোস্টেরন শুধুই মুখের লালায় আসে ? অন্য কোথায়ও কি কাজ করে না ?
২৮ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৮
301825
মুসলমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
363801
২৭ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২২
কুয়েত থেকে লিখেছেন : ইসলামের কতযে গুরুত্ব পূর্ণ বিষয় তথা বিধি বিধান রয়েছে এ গুলি বাদ দিয়ে তেতুল নিয়ে লেখাকি খুবই জরুরী ছিল..? সময় এখন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ফরজকাজ হলো ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর দ্বীনকে ধারন করে কাজ করা। আপনাকে ধন্যবাদ
২৮ মার্চ ২০১৬ দুপুর ০২:৫০
301826
মুসলমান লিখেছেন : ইসলামের অনেক গুরুত্বপূর্ণ কথা এই গবেষণায় আছে। এটা পড়লেই বুঝতে পারবেন পর্দা কেন ফরজ। আল্লামা শফি হুজুর যখন বলেছিলেন মেয়েরা হল তেতুলের মতো তখন সবাই সমালোচনা করেছিল। কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে শফি হুজুরের কথা ঠিক। আপনাকে অনেক ধন্যবাদ।
363849
২৭ মার্চ ২০১৬ রাত ১০:১৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৮ মার্চ ২০১৬ দুপুর ০২:৫০
301827
মুসলমান লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File